Nitish Kumar

কিসের গুরুত্ব, শাহকে পাল্টা খোঁচা নীতীশের

গত কাল জয়প্রকাশ নারায়ণের জন্মতিথিতে তাঁর পৈতৃক জেলা বিহারের সারণে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে জয়প্রকাশের গ্রামে তাঁর একটি ১৫ ফুট মূর্তি উন্মোচনের পাশাপাশি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নীতীশ ও লালুপ্রসাদের জোট সরকারের সমালোচনায় সরব হন অমিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ০৮:৪৬
Share:

নীতীশ কুমার। ফাইল চিত্র।

জয়প্রকাশ নারায়ণকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা অব্যাহত বিহারের রাজনীতিতে। গত কাল জয়প্রকাশের শিষ্য হয়েও বিহারে নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদবের দল কী ভাবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ল, তা নিয়ে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। আজ নীতীশ পাল্টা জবাবে অমিত শাহের উদ্দেশে বলেন, ‘‘যে ব্যক্তির রাজনৈতিক জীবন মাত্র কুড়ি বছর আগে শুরু হয়েছে, তাঁর বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না!’’

Advertisement

গত কাল জয়প্রকাশ নারায়ণের জন্মতিথিতে তাঁর পৈতৃক জেলা বিহারের সারণে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে জয়প্রকাশের গ্রামে তাঁর একটি ১৫ ফুট মূর্তি উন্মোচনের পাশাপাশি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নীতীশ ও লালুপ্রসাদের জোট সরকারের সমালোচনায় সরব হন অমিত। তিনি বলেন, জয়প্রকাশের মূল লড়াই ছিল দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের বিরুদ্ধে। যিনি বিরোধীদের একজোট করে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অথচ তাঁর দুই শিষ্য নীতীশ ও লালুপ্রসাদ এখন সেই কংগ্রেসের হাত ধরেই বিহারে সরকার গড়েছেন। শাহের দাবি, ‘‘শিষ্য হলেও, জয়প্রকাশের কাছ থেকে কোনও শিক্ষাই লাভ করেননি ওই দুই নেতা।’’

গত পাঁচ দশক ধরে বিহারের রাজনীতিতে সক্রিয় নীতীশ বরাবরই নিজেকে জয়প্রকাশের ভাবশিষ্য বলে দাবি করে থাকেন। ঘনিষ্ঠ মহলে তিনি একাধিক বার বলেছেন, জয়প্রকাশ নারায়ণের আন্দোলনই তাঁকে রাজনীতিতে আসার প্রেরণা জুগিয়েছিল এবং সেই আন্দোলনের মাধ্যমে তিনি জয়প্রকাশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছিলেন। স্বভাবতই সেই স্পর্শকাতর বিষয় নিয়ে খোঁচা দেওয়ায় আজ রীতিমতো তাচ্ছিল্যের ভঙ্গিতে শাহকে কটাক্ষ করেন নীতীশ। সাংবাদিকেরা প্রশ্ন করলে নীতীশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম পর্যন্ত না নিয়ে বলেন, ‘‘যাঁর কথা আপনারা বলছেন, তিনি কি জানেন জেপি-র আন্দোলনে কী হয়েছিল? আমি জেপি আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছিলাম। যে ব্যক্তির রাজনৈতিক জীবন মাত্র কুড়ি বছর আগে শুরু হয়েছে, তাঁর বক্তব্যে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement