Bihar Assembly Election 2020

বিহারে জনতা দল রাষ্ট্রবাদী পার্টির প্রার্থী খুন, ধৃত ২

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নারায়ণ সিংহের উপর হামলা চালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ২২:৩৭
Share:

প্রতীকী ছবি।

বিহারে বিধানসভা নির্বাচনের আগেই রক্ত ঝরল। দুষ্কৃতীদের হাতে খুন হলেন জনতা দল রাষ্ট্রবাদী পার্টির প্রার্থী নারায়ণ সিংহ। শিওহর জেলার হাতসার গ্রামে তাঁকে গুলি করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন শিওহরে ভোটের প্রচার চালাচ্ছিলেন নারায়ণ। হামলাকারীরা নারায়ণের সমর্থক হিসেবে এসেছিল। ভিড়ের মধ্যেই কাছ থেকে নারায়ণকে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় নারায়ণকে হাসপাতালে নিয়ে যান তাঁর সমর্থকরা। সেখানেই মৃত্যু হয় তাঁর।

এসডিপিও রাকেশ কুমার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, নারায়ণ সিংহের উপর হামলা চালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা পালানোর চেষ্টা করছিল। কিন্তু সমর্থকরা তাদের ধরে ফেলে। এই ঘটনায় ৫-৬ জন জড়িত আছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisement

তিন দফায় বিধানসভা নির্বাচন হবে বিহারে। প্রথম দফা হবে ২৮ অক্টোবর, দ্বিতীয় এবং তৃতীয় দফা যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ভোট গণনা হবে ১০ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement