Oxygen

Covid-19 In India: চিন থেকে ভারতে এল সাড়ে তিন হাজারের বেশি অক্সিজেন কনসেনট্রেটর

রবিবার দিল্লি বিমানবন্দরে চিন থেকে ৩ হাজার ৬০০টি অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মে ২০২১ ২২:৩০
Share:

ফাইল চিত্র

চিন থেকে একদিনে ভারতে এল সাড়ে তিন হাজারের বেশি অক্সিজেন কনসেনট্রেটর। রবিবার দিল্লি বিমানবন্দরে চিন থেকে ৩ হাজার ৬০০টি অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছেছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। প্রায় ১০০ টন ওজন নিয়ে চিনের হাংজহো বিমানবন্দর ছেড়েছিল বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি। রবিবার বিকেল ৩ টা ৫৫ মিনিটে সেটি দিল্লি বিমানবন্দরে নামে।

Advertisement

বোলোরে লজিস্টিক্স ইন্ডিয়া নামে একটি বহুজাতিক পরিবহণ ও লজিস্টিক সংস্থা এই অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করেছে।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা ভারতের। যদিও গত কয়েকদিনে সংক্রমণের হার কমেছে কিছুটা। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন কনসেনট্রেটর-সহ নানা চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন কয়েক গুণ বেড়েছে। রবিবার দেশে আসা কনসেনট্রেট দিল্লির পাশাপাশি উত্তর ভারতের অন্য রাজ্যের চাহিদা পূরণ করবে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে আরও কয়েকটি কনসেনট্রেটর চিন থেকে আসবে বলে জানা গেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement