অধীর চৌধুরী। ফাইল চিত্র।
কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীকে ফের কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। বললেন, ‘‘উনি একাই ওঁর দলকে কবরে পুঁতে দিয়েছেন।’’ মালিককে কাশ্মীর নিয়ে রাজভবনে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে অধীর পাল্টা বলেন, ‘‘রাজ্যপাল সেখানে রাজনীতি করতে গিয়েছেন। তাঁকে রাজনীতি করতে দিন।’’ রাজ্যপাল মালিকের ‘আমন্ত্রণ’ গ্রহণ করে শনিবার বিরোধী নেতাদের নিয়ে কংগ্রেস নেতা রাহুল গাঁধী শ্রীনগরে পৌঁছলে বিমানবন্দর থেকেই তাঁদের ফেরত পাঠানো হয়। রাজ্যপাল বলেন, ‘‘রাহুল রাজনীতি করতে এসেছিলেন।’’
অধীর পাল্টা বলেছিলেন, ‘‘রাজ্যপালই রাজনীতি করছেন। সত্যপাল মালিক কাশ্মীরের বিজেপি সভাপতির মতো আচরণ করছেন।’’ এর পরে অধীরের বক্তৃতার উল্লেখ করে ফের তাঁকে আক্রমণ করেন মালিক। বলেন, ‘‘অধীরের জ্ঞানগম্যি নিয়ে কথা বলা অর্থহীন। তাঁর কথাকে গুরুত্ব দিই না। আমি আমার কাজ করে যাচ্ছি।’’ জবাবে অধীর বলেন, ‘‘লোকসভায় কাশ্মীর নিয়ে যা বলেছি, তা নিয়ে শ্রীনগরের রাজভবনে রাজ্যপালের সঙ্গে বিতর্কে বসতে রাজি আছি। প্রয়োজনে বিশেষজ্ঞদের সামনে সে বিতর্ক হোক। কিন্তু রাজ্যপালের কি আমাকে ডাকার সৎসাহস আছে?’’