প্রতীকী ছবি।
মধ্যপ্রদেশে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ‘লভ জিহাদ’-এর অভিযোগ উঠল। শুক্রবার ভোপালে নিজের বাড়িতে আত্মঘাতী হন বছর ছাব্বিশের ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, তরুণীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে আদিল খান নামে এক যুবককে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন ওই তরুণী। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তরুণীর পরিবারের অভিযোগ, পরিচয় গোপন করে আদিল ওই তরুণীকে প্রতারণা করেছেন। তরুণীর বাবার দাবি, আদিল নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে তাঁর মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেন। বাবলু নামে নিজেকে পরিচয় দিয়েছিল আদিল।
তরুণীর বাবা বলেন, “আমার মেয়ে যখন ছেলেটির আসল পরিচয় জানতে পারে, তখন থেকেই দূরত্ব তৈরি করেছিল।” এর পরই তাঁর অভিযোগ, মেয়ে যখন আদিলের সংস্পর্শ থেকে নিজেকে সরিয়ে রাখা শুরু করে, তখন আদিল তাঁকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করা শুরু করে। সেই অপমান সহ্য করতে না পেরে তরুণী আত্মঘাতী হয়েছেন বলে দাবি মৃতার পরিবারের।
আরও পড়ুন: কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে তেলঙ্গানায় আত্মঘাতী তরুণী ব্যাঙ্ককর্মী
পুলিশ জানিয়েছে, তরুণীর পরিবার চাইছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মান্তরণ বিরোধী আইনে মামলা রুজু করা হোক। যদিও এই ঘটনার সঙ্গে ধর্মান্তরণের কোনও আছে কি না সে বিষয়ে এখনও স্পষ্ট করেনি পুলিশ।
শনিবারই ‘ধর্মান্তরণ বিরোধী’ আইনের জন্য অধ্যাদেশে সই করেছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেল। উত্তরপ্রদেশের পর এ বার মধ্যপ্রদেশেও এই আইন চালু হচ্ছে। এই আইনে বলা হয়েছে, পরিচয় গোপন করে কেবল মাত্র বিয়ের জন্য ধর্মান্তরণ করলে ১০ বছরের জেল হতে পারে।