Madhya Pradesh

যুবককে চেন পরিয়ে ‘ঘেউ ঘেউ’ ডাক দেওয়ার নির্দেশ! ভিডিয়ো প্রকাশ্যে আসতে হইচই মধ্যপ্রদেশে

অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্তরা ওই যুবককে নিজের বাড়িতে ডাকাতি করতে বাধ্য করেন। যদিও অভিযুক্তদের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ভোপাল শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১৮:১১
Share:

প্রতীকী ছবি।

গলায় চেন পরিয়ে যুবককে সারমেয়র মতো ‘ঘেউ ঘেউ’ করার নির্দেশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়োকে কেন্দ্র করে তোলপাড় বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ভোপালে ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া ওই ৫০ সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো টিশার্ট পরা এক যুবককে গলায় চেন দিয়ে বেঁধে রেখেছে এক দল যুবক। তাদের মধ্যেই এক জনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘কুত্তা বন্‌ (কুকুরের মতো ঘেউ ঘেউ কর)। বোল সাহিল ভাই সরি (সাহিল ভাইয়ের কাছে ক্ষমা চাও)।’’

Advertisement

অভিযোগ, চাবুক হাতে ভয়ও দেখানো হয় ওই যুবককে। ভয়ের চোটে ভিডিয়োতে ওই যুবককে কাকুতি-মিনতি করতে দেখা গিয়েছে। তাঁকে বলতে শোনা যায়, ‘‘সাহিল আমার বাবা। তিনি আমার বড় ভাই। ওঁর মা আমারও মায়ের মতো এবং আমার মা ওঁর মায়ের মতো।’’

এই ভিডিয়ো দেখে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, ‘‘আমি ভিডিয়োটি দেখেছি। এই ধরনের আচরণ নিন্দনীয়। আমি ভোপালের পুলিশ কমিশনারকে তদন্ত করার নির্দেশ দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’

Advertisement

অত্যাচারিত যুবকের পরিবারের অভিযোগ, অভিযুক্ত সাহিল এবং তাঁর দলের সদস্যরা মাদক এবং মাংস খাইয়ে জোর করে ওই যুবককে ধর্মান্তরিত করেছেন। এ-ও অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্তরা ওই যুবককে নিজের বাড়িতে ডাকাতি করতে বাধ্য করেন। যদিও অভিযুক্তদের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযুক্ত তিন যুবককে গ্রেফতারও করা হয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ভোপালের বজরং দলের সদস্যরা জামালপুরা থানার বাইরে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement