ভগবন্ত মান।
জিতেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোথায় শপথ নিতে চান। তবে কবে শপথ নিতে চান, সেটি জানাননি। শুক্রবার পঞ্জাবে নতুন সরকার গড়তে চলা আম আদমি পার্টির ভাবি মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানালেন আগামী বুধবার শপথ গ্রহণ করবেন তিনি।
১৬ মার্চ পঞ্জাবের নয়নশহর জেলার খটকরকালান গ্রামে আয়োজিত হবে ভগবন্তের শপথগ্রহণ অনুষ্ঠান। খটকরকালান পঞ্জাবের বিপ্লবী ভগৎ সিংহের গ্রাম। রাজভবনের বদলে এই গ্রামে শপথগ্রহণের কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন হবু পঞ্জাব মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে তিনি যে দিন শপথ নেবেন তাঁর ঠিক এক সপ্তাহের মাথায় ভগতের মৃত্যুদিনও।
খটকরকালানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভগবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। অন্য দিকে, নিমন্ত্রণ পর্ব শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আপ প্রধান অরবিন্দ কেজরীবালকেই প্রথম নিমন্ত্রণ করেছেন ভগবন্ত। তাঁর দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দের নয়াদিল্লির বাড়িতে শুক্রবার নিজে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন পঞ্জাবের ভাবি মুখ্যমন্ত্রী। সেই সাক্ষাতের একটি ভিডিয়ো নিজের টুইটারে প্রকাশ করে কেজরীবাল শুভেচ্ছা জানিয়েছেন ভগবন্তকে।
প্রাক্তন কৌতুকাভিনেতা এবং লোকসভা সাংসদ ভগবন্তকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রেখে পঞ্জাবে বিধানসভা নির্বাচন লড়তে নেমেছিল আপ। ফল প্রকাশ হওয়ার পর দেখা যায় পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ৯২টিতেই জয়ী হয়েছে তারা। শুক্রবার কেজরীবালের দেওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কেজরীবালের পা ছুঁয়ে প্রণাম করছেন ভগবন্ত। কেজরীবালও বুকে জড়িয়ে আলিঙ্গন করছেন ভগবন্তকে। শুক্রবারের ওই সাক্ষাতের সাক্ষী ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী আপ নেতা মণীশ সিসৌদিয়াও।