অনিন্দ্য সেনগুপ্ত।
লে-তে মোতায়েন ভারতীয় সেনা বাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কোরের কমান্ডার জেনারেল হিসাবে আজ দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত। গত বছর নভেম্বরেই সরকারি সূত্রে সংবাদমাধ্যমে এই বঙ্গসন্তানের এই পদে বহাল হওয়ার কথা বলা হয়েছিল।
আজ পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেননের হাত থেকে দায়িত্বভার নেন লেফটেন্যান্ট জেনারেল সেনগুপ্ত। গত এক বছরেরও বেশি সময় ধরে অতিস্পর্শকাতর লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিন আলোচনা চলাকালীন দায়িত্বভার সামলেছেন লেফটেন্যান্ট মেনন। সরকারি সূত্র জানাচ্ছে, এর পরে চিনের সঙ্গে আলোচনা হলে দেশের প্রতিনিধিত্ব করবেন লেফটেন্যান্ট জেনারেল সেনগুপ্ত।
চিন এবং পাকিস্তানের সঙ্গে অতিস্পর্শকাতর সীমান্ত এলাকা সামলানোর দায়িত্ব রয়েছে এই ফায়ার অ্যান্ড ফিউরি কোরের উপরে। গত তিন দশক ধরে বিশ্বের উচ্চতম ও শীতলতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনের দায়িত্বও রয়েছে এই কোরের উপরে।