Army Officer

Bengali Army Officer: সেনার নয়া দায়িত্বে বাঙালি

গত বছর নভেম্বরেই সরকারি সূত্রে সংবাদমাধ্যমে এই বঙ্গসন্তানের এই পদে বহাল হওয়ার কথা বলা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ০৬:১৬
Share:

অনিন্দ্য সেনগুপ্ত।

লে-তে মোতায়েন ভারতীয় সেনা বাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কোরের কমান্ডার জেনারেল হিসাবে আজ দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত। গত বছর নভেম্বরেই সরকারি সূত্রে সংবাদমাধ্যমে এই বঙ্গসন্তানের এই পদে বহাল হওয়ার কথা বলা হয়েছিল।

Advertisement

আজ পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেননের হাত থেকে দায়িত্বভার নেন লেফটেন্যান্ট জেনারেল সেনগুপ্ত। গত এক বছরেরও বেশি সময় ধরে অতিস্পর্শকাতর লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিন আলোচনা চলাকালীন দায়িত্বভার সামলেছেন লেফটেন্যান্ট মেনন। সরকারি সূত্র জানাচ্ছে, এর পরে চিনের সঙ্গে আলোচনা হলে দেশের প্রতিনিধিত্ব করবেন লেফটেন্যান্ট জেনারেল সেনগুপ্ত।

চিন এবং পাকিস্তানের সঙ্গে অতিস্পর্শকাতর সীমান্ত এলাকা সামলানোর দায়িত্ব রয়েছে এই ফায়ার অ্যান্ড ফিউরি কোরের উপরে। গত তিন দশক ধরে বিশ্বের উচ্চতম ও শীতলতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনের দায়িত্বও রয়েছে এই কোরের উপরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement