pubg

নাম বদলে শুক্রবার থেকে ভারতে ফের ‘পাবজি’

কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার জেরে পাবজি মোবাইল গেম অনেক দিন ধরেই বন্ধ রয়েছে ভারতে। শুক্রবার ভারতে প্রকাশিত হল একটি নতুন মোবাইল গেম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৫:৫৩
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার জেরে পাবজি মোবাইল গেম অনেক দিন ধরেই বন্ধ রয়েছে ভারতে। শুক্রবার ভারতে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল একটি নতুন মোবাইল গেম। নাম ‘ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ (বিজিএমআই)। এই মোবাইল গেম অনেকটা পাবজির মতোই। অনেক গেমারের মতে নাম বদলে পাবজি ফিরে এল ভারতে।

Advertisement

ভারতে এই গেমটি আনছে ক্রাফটন। শুক্রবার থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যাবে এই গেম। অর্থাৎ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এই গেম। শুক্রবার সকালে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এ কথা জানিয়েছে।

গত ১৮ মে থেকেই অগ্রিম নথিভুক্তকরণ হচ্ছে ক্রাফটনের তৈরি এই গেম। প্রথম দিনেই প্রায় ৭৬ লক্ষ নথিভুক্তকরণ হয়েছে এই গেমের। দু’সপ্তাহের মধ্যে সেই সংখ্যা ছাড়িয়ে যায় দু’কোটি। যাঁরা থার্ড পার্টি স্টোর থেকে এই গেম ডাউনলোড করেছিলেন তারা এই গেম অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করে নিতে পারবেন। যাঁরা নথিভুক্ত করেননি তাঁরাও শুক্রবার থেকে ডাউনলোড করতে পারবেন এই গেম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement