রাস্তা নিয়ে পূর্ত হলফনামায় ক্ষোভ বরাকে

বরাকের ৮৬ শতাংশ রাস্তা ভাল— গৌহাটি হাইকোর্টে পূর্ত বিভাগের তরফে দাখিল হলফনামায় এমনই তথ্য জানানোয় প্রতিক্রিয়া ছড়িয়েছে গোটা উপত্যকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৯:০৭
Share:

বরাকের ৮৬ শতাংশ রাস্তা ভাল— গৌহাটি হাইকোর্টে পূর্ত বিভাগের তরফে দাখিল হলফনামায় এমনই তথ্য জানানোয় প্রতিক্রিয়া ছড়িয়েছে গোটা উপত্যকায়।

Advertisement

এ নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ‘‘পরিবর্তনের আশ্বাস দিয়ে বিজেপি শাসন ক্ষমতায় এসেছে। সেই বিজেপিই এখন জীর্ণ রাস্তাকে ভাল হিসেবে চিহ্নিত করে আদালতে হলফনামা দিচ্ছে।’’

করিমগঞ্জে জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ। সেখান দিয়েই সড়কপথে ত্রিপুরায় যেতে হয়। রাস্তার অবস্থা খারাপ থাকায় অনেক সময়ই গাড়ি যাতায়াত করতে পারে না। ড্রজার, ট্র্যাক্টর এমনকী হাতি দিয়ে ফেঁসে যাওয়া গাড়ি ওঠাতে হয়।

Advertisement

সম্প্রতি করিমগঞ্জে জাতীয় সড়ক পরিদর্শন করে যান পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কিন্তু তার পরও বরাকের ৮৬ শতাংশ জাতীয় সড়ক ভাল রয়েছে বলে সরকারি প্রতিবেদন দাখিল করায় ক্ষোভ ছড়িয়েছে।

তবে, পূর্ত বিভাগের ওই হলফনামা কংগ্রেস সরকারের আমলে লেখা বলে দাবি করেছেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘‘আদালতে দাখিল করা হলফনামা অনেক আগেই তৈরি করা হয়েছিল। সময় না থাকায় বিজেপি সরকার পুরনো হলফনামাই দাখিল করেছে।’’ আদালতে ওই হলফনামা দাখিলের বিষয়ে তদন্ত করানোর জন্য পূর্তমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানান বিশ্বরূপবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement