প্রতীকী ছবি।
করোনার টিকাকরণে উৎসাহ দিতে আমেরিকার কোনও প্রদেশে দেওয়া হচ্ছে বিনামূল্যে গাঁজা বা মদের উপর ছাড়। কোথাও আবার সিনেমার টিকিট, লটারিরও ব্যবস্থা করা হয়েছে। কোভিডের টিকাকরণে জনসাধারণকে উৎসাহিত করতে ভারতেও এ রকম পদক্ষেপ করল ইউকো ব্যাঙ্ক। কোভিড টিকা নেওয়া ব্যক্তিদের জন্য স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিট) বেশি সুদ দেওয়ার কথা জানিয়েছে তারা।
এক বিবৃতিতে ইউকো ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘টিকাকরণে সাধারণকে উৎসাহিত করতেই আমাদের এই ছোট্ট পদক্ষেপ। এ জন্য আমাদের নতুন অফার ইউকোভ্যাক্সি-৯৯৯ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।’ কোভিড টিকা নেওয়ার পর সেই শংসাপত্র দেখিয়ে ৯৯৯ দিনের স্থায়ী আমানত করলে ০.৩০ শতাংশ বেশি সুদ পাওয়া যাবে। তবে অতিরিক্ত সুদ পেতে আমানতটি করতে হবে এ বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে।
ইউকো ব্যাঙ্কের মতো এই ধরনের সুবিধা দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ওই ব্যাঙ্কের তরফেও টিকা নেওয়া ব্যক্তিদের দেওয়া হচ্ছে ০.২৫ শতাংশ বেশি সুদ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ০.৫০ শতাংশ। তবে ১ হাজার ১১১ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রেই দেওয়া হচ্ছে এই সুবিধা।