—প্রতীকী ছবি।
বছরের শেষ লক্ষ্মীবারে তেমন চঞ্চল হল না শেয়ার বাজার। যৎসামান্য কমল সেনসেক্স। অন্য দিকে নিফটি ৫০-এর সূচক রইল ঊর্ধ্বমুখী। ফলে লগ্নিকারীরা যে মোটা টাকা লাভের মুখ দেখলেন, তেমনটা নয়। তবে বড় রকমের লোকসান হয়নি তাঁদের।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর দর বেড়েছে ১,৫৯৯টি শেয়ারের। আবার ২,২১৯টি স্টকের দামে দেখা গিয়েছে পতন। দিনভর অপরিবর্তিত থেকেছে ৯৫টি শেয়ার। এ দিন সেনসেক্স কমেছে ০.৩৯ পয়েন্ট। আর ২২.৫৫ পয়েন্ট চড়েছে নিফটি ৫০।
লক্ষ্মীবারে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলে ৭৮,৫৫৭.২৮ পয়েন্টে। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৭৮,৪৭২.৪৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। অর্থাৎ এই সূচক নেমেছে ০.০০০৫ শতাংশ। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৮,৮৯৮.৩৭ পয়েন্টে ওঠে সেনসেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) আবার বন্ধ হয়েছে ২৩,৭৫০.২০ পয়েন্ট। সকালে বাজার খুললে ২৩,৭৭৫.৮০ পয়েন্ট থেকে দৌ়ড় শুরু করে নিফটি ৫০।
এনএসইর সূচক দিনের মধ্যে সর্বোচ্চ উঠেছিল ২৩,৮৫৪.৫০ পয়েন্ট। এই বাজারে ০.০৯৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। বিএসইতে মাঝারি পুঁজির সংস্থাগুলির শেয়ারের দাম বেড়েছে ০.১১ শতাংশ। এই বাজারে ০.২৪ শতাংশ নেমেছে ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের দর। নিফটিতে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের শেয়ার সস্তা যথাক্রমে ০.১২ এবং ০.১৬ শতাংশ।
বছরের শেষ লক্ষ্মীবারে নিফটিতে লাভবান হয়েছেন আদানি পোর্টস, শ্রীরাম ফিন্যান্স, এম অ্যান্ড এম, মারুতি সুজ়ুকি এবং এসবিআই লাইফ ইনস্যুরেন্সের শেয়ারে লগ্নিকারীরা। টাইটান, এশিয়ান পেইন্টস, নেসলে, জেএসডব্লু স্টিল এবং গ্রেসিম ইন্ডাস্ট্রিজ়ের বিনিয়োগকারীদের লোকসানের মুখ দেখতে হয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)