Crime

শুল্ক দফতরের গুদামে মজুত ১৬ কোটি টাকার গোলমরিচ, সুপারি উধাও! নভি মুম্বই থেকে গ্রেফতার তিন

২০২২ সালে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল ওই বহুমূল্যের সুপারি এবং গোলমরিচ। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা শুল্ক ফাঁকি দেওয়ায় ওই পণ্য আটক করে মুম্বইয়ের শুল্ক দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ১১:১৭
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

শুল্ক দফতরের গুদামে রাখা ছিল গোলমরিচ এবং সুপারি। যার বাজারদর ১৬ কোটি টাকা। সেই বহুমূল্যের সুপারি এবং গোলমরিচ চুরি করার অভিযোগে নভি মুম্বইয়ের পানভেল থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

২০২২ সালে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল ওই বহুমূল্য সুপারি এবং গোলমরিচ। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা শুল্ক ফাঁকি দেওয়ায় ওই পণ্য আটক করে মুম্বইয়ের শুল্ক দফতর। সেগুলি ‘ডিউটি ক্লিয়ারেন্স’-এর জন্য গুদামে মজুত করা হয়েছিল। কিন্তু সেখান থেকেই সেই পণ্য হাতিয়ে আবার বিদেশে বিক্রির অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, নভি মুম্বই থেকে সঞ্জয় সাওলে, অলিন সালদানা এবং প্রসাদ কুরহারে নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, কুরহারে একটি রফতানি সংস্থায় কাজ করতেন। তিনিই এই চুরির মূল পাণ্ডা বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন। কাজের সুবাদে কুরহারের সঙ্গে পরিচয় হয় সাওলে এবং সালদানার। এই দু’জন আবার একটি লজিস্টিক সংস্থায় কাজ করতেন। তাঁরা তিন জন মিলে ওই বহুমূল্যের পণ্য চুরি করে বিদেশে পাচার করার পরিকল্পনা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাটি শুল্ক দিয়ে ওই পণ্য নিতে গিয়ে দেখে গুদাম থেকে গোলমরিচ এবং সুপারি উধাও। আর তার পরে হুলস্থুল পড়ে যায়। প্রথম এই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে গত বছরের অগস্টে। তার পর থেকেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ। প্রায় এক বছর ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে গুদামের বেশ কয়েক জন কর্মী জড়িত রয়েছেন বলে পুলিশের সন্দেহ। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement