Baghjan

বন্ধ হয়নি গ্যাস বেরোনো

বিভিন্ন সংবাদমাধ্যমে গ্যাসের কারণে একাধিক ব্যক্তির মৃত্যুর কথা বলা হলেও অয়েল ইন্ডিয়া এর সত্যতা অস্বীকার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ০১:৩৪
Share:

বাঘজানে তীব্র শব্দে বেরোতে থাকা গ্যাসে বায়ু দূষণ হয়েই চলেছে। ছবি: সংগৃহীত।

ডিব্রুগড়ের বাঘজানে অয়েল ইন্ডিয়ার পাইপে বিস্ফোরণের পরে গ্যাস বেরোনো বন্ধ করা গেল না ১০ দিনেও। তীব্র শব্দে বেরোতে থাকা গ্যাসে বায়ু দূষণ হয়েই চলেছে। ইতিমধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে আশপাশের জলাশয় বিষাক্ত হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে চা বাগান, সুপুরি বাগান ও শস্য খেত। অয়েল ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত ও ত্রাণ শিবিরে থাকতে বাধ্য হওয়া ৬৩০টি পরিবারকে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিদিন পরিবার পিছু ৫০০০ টাকা দিতে হবে।

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যমে গ্যাসের কারণে একাধিক ব্যক্তির মৃত্যুর কথা বলা হলেও অয়েল ইন্ডিয়া এর সত্যতা অস্বীকার করেছে। জেলাশাসক ভাস্কর পেগু বলেন, “বিস্ফোরণের ফলে দূষণের ঘটনা সত্য। তবে কেউ মারা গিয়েছেন কি না জানতে আমরা তদন্তের নির্দেশ দিচ্ছি। কিন্তু সৎকার হয়ে গিয়ে থাকলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সমস্যার।” অয়েল ইন্ডিয়া জানাচ্ছে, পাইপ মেরামতির জন্য বিভিন্ন দেশের সাহায্য চাওয়া হয়েছে। সিঙ্গাপুরের একটি সংস্থার তিন জন বিশেষজ্ঞ আসছেন। ঘটনাস্থল থেকে তেল যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে, তাই চারপাশে বাঁধ তৈরি করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের কাজে লাগিয়ে মাগুরি-মতাপুং বিলের কোন অংশে জলে তেল মিশছে, তা খুঁজে বার করার চেষ্টা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement