প্রসূতিকে কাঁধে চাপিয়ে নদী পেরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত।
হাসপাতালে দ্রুত পৌঁছনোর মতো রাস্তা নেই। যে রাস্তা আছে, তার অবস্থাও বেহাল। এলাকায় অ্যাম্বুল্যান্স ঢোকার বিষয় তো কল্পনাতীত। তাই বাধ্য হয়েই এক প্রসূতিকে কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন গ্রামবাসীরা। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বোধিগারুভু গ্রামের।
এটি একটি আদিবাসী গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। হেঁটে চলার মতো পরিস্থিতি নেই রাস্তাগুলির। বার বার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামে কোনও জরুরি অবস্থা হলে বা কেউ অসুস্থ হলে অবস্থা শোচনীয় হয়ে ওঠে। তখন কী ভাবে হাসপাতালে দ্রুত পৌঁছনো যায়, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন গ্রামবাসীরা। সোমবার সে রকই এক পরিস্থিতির মুখোমুখি হতে হল এক প্রসূতিকে।
স্থানীয় সূত্রে খবর, প্রসববেদনা ওঠায় মহিলার বাড়ির লোকজন গ্রামবাসীদের ডেকে জড়ো করেন। তার পর তাঁকে হাসপাতালে কী ভাবে দ্রুত নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করেন। অ্যাম্বুল্যান্স বা কোনও গাড়ি গ্রামে ঢোকার মতো রাস্তা না থাকায় শেষমেশ নিজেদের উদ্যোগে কাঁধে চাপিয়ে প্রসূতিকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। একটি বাঁশের মধ্যে দোলনা বানিয়ে তাতে প্রসূতিকে বসিয়ে কাঁধে চাপিয়ে নেওয়া হয়। তার পর গ্রামের রাস্তা, ছোট নদী পেরিয়ে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। তাঁদের ক্ষোভ, পরিস্থিতির কোনও বদল হয়নি। বরং দিন দিন রাস্তা আরও বেহাল হচ্ছে। রাস্তা ভাল না থাকায় যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন।