এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
পরীক্ষায় পাশ করতে পারেননি। হতাশায় আত্মঘাতী হলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া! হিমাচল প্রদেশের উনায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে পিসির বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম পঙ্কজ (১৭)। তিনি হিমাচল প্রদেশের হামিরপুর জেলার কল্যাণ গ্রামের বাসিন্দা। বাবা গ্রামেই একটি দোকান চালান। পঙ্কজ পাগোন্ডার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। পড়াশোনার সূত্রে বাইহালি মহল্লার ১০ নম্বর ওয়ার্ডে পিসির বাড়িতে থাকতেন ওই ছাত্র। শুক্রবার সন্ধ্যা থেকে নিজের ঘরেই ছিলেন পঙ্কজ। রাতে নৈশভোজের আগে তাঁর পিসি তাঁকে ঘরে ডাকতে যান। কিন্তু বার বার ডেকেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। শেষমেশ ঘরের দরজা ভেঙে ঢুকে পঙ্কজের ঝুলন্ত দেহ দেখেন তাঁরা।
উনার পুলিশ সুপার রাকেশ সিংহ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে জানা গিয়েছে, ওই দিনই তাঁদের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। তাতে পাশ করতে পারেননি পঙ্কজ। সম্ভবত সে কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই তরুণ। আত্মহত্যার জন্য ব্যবহৃত ওড়নাটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পঙ্কজের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন ওই ছাত্র আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।