প্রতীকী ছবি।
আধার কার্ড নিয়ে নানা রকম জালিয়াতি, অপব্যবহার হয়। কেওয়াইসি দিতে গেলে আমরা সাধারণত আধার কার্ডের ফোটোকপি দিয়ে থাকি। কিন্তু এ বার থেকে আধার কার্ডের ফোটোকপি না দেওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।এক প্রেস বিজ্ঞাপ্তি জারি করে কেন্দ্র বলেছে, ‘আপনার আধার কার্ডের ফোটোকপি কোনও প্রতিষ্ঠানকে দেবেন না। কেননা এর অপব্যবহার হতে পারে। পরিবর্তে মাস্কড আধার কার্ড দিন। যেখানে শুধুমাত্র কার্ডের শেষ চার সংখ্যাই দেখা যাবে।’এখন প্রশ্ন হচ্ছে মাস্কড আধার কার্ড কী?
আধার কার্ড সম্পর্কে সম্যক ধারণা থাকলেও, মাস্কড আধারের বিষয়ে অনেকেই অবহিত নন। ইউআইডিএআই-এর ওয়েবসাইট বলেছে, মাস্কড আধার হল আধারের ১২টি সংখ্যার মধ্যে প্রথম ৮টি সংখ্যা XXXXXXXX হিসেবে চিহ্নিত থাকবে। শেষ ৪টি সংখ্যা শুধু দেখা যাবে।
কী ভাবে এই আধার পাওয়া যাবে?
ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধারের ১২ সংখ্যা দিতে হবে। একটি অপশন আসবে ‘ডু ইউ ওয়ান্ট আ মাস্কড আধার’। সেখান থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রেও সতর্ক করেছে কেন্দ্র। কোনও ক্যাফে বা সর্বসাধারণের জন্য ব্যবহৃত কম্পিউটার থেকে যেন নাগরিকরা আধার কার্ড ডাউনলোড না করেন। যদি করেও থাকেন, তা হলে তাঁরা যেন অবশ্যই ডাউনলোড করা সমস্ত তথ্য ওই কম্পিউটার থেকে পাকাপাকি ভাবে মুছে ফেলেন।
এক নোটিস জারি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, যে সব প্রতিষ্ঠানের কোনও লাইসেন্স নেই, তারা কোনও ভাবেই কোনও ব্যক্তির কাছ থেকে আধারের ফোটোকপি চাইতে পারবেন না। এমনকি তাঁদের ফোটোকপি নিজেদের কাছে গচ্ছিতও রাখতে পারবেন না। একমাত্র যে সব প্রতিষ্ঠান ইউআইডিএআই থেকে ইউজার লাইসেন্স পেয়েছে, তারাই সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র হিসেবে আধার কার্ড নিতে পারবে। একই সঙ্গে নাগরিকদের পরামর্শ দিয়েছে কেন্দ্র, তাঁরা যেন আধার কার্ড দেওয়ার আগে খতিয়ে দেখে নেন ওই প্রতিষ্ঠানের ইউআইডিএআই-এর লাইসেন্স আছে কি না।