রসিকবিলে নতুন অতিথি। নিজস্ব চিত্র।
নতুন অতিথি এল কোচবিহারের রসিকবিল মিনি জুতে। সেখানে কৃত্রিম ভাবে প্রজনন ঘটানো হয়েছে ঘড়িয়ালের। তাতে সাফল্য মেলায় খুশি চিড়িয়াখানার কর্মীরা। এই সাফল্য রাজ্য স্তরে প্রথম বলে দাবি করেছেন বন আধিকারিকরা। কোচবিহারে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রসিকবিল মিনি জু। সেখানে বিভিন্ন প্রজাতির পাখি ছাড়াও রয়েছে চিতাবাঘ, চিতল হরিণ, ময়ূর, ঘড়িয়ালও। সেই ঘড়িয়ালের ৬৬টি ডিম কৃত্রিম ভাবে ফোটানোর চেষ্টা করা হয়েছিল এ বার। তাতে সাফল্য এসেছে। ওই ডিমগুলি থেকে বেরিয়েছে ঘড়িয়ালের ২২টি ছানা। কোচবিহারের ডিএফও সঞ্জিৎকুমার সাহার কথায়, ‘‘আমাদের সকলের এক বছরের চেষ্টায় এই সাফল্য এসেছে। এর আগের বার আমরা ব্যর্থ হয়েছিলাম। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আমরা এই সাফল্য পেয়েছি। এ ভাবে আগে রাজ্যের কোথাও ঘড়িয়ালের কৃত্রিম প্রজনন ঘটানো হয়নি। রসিকবিল এ ক্ষেত্রে পথিকৃৎ হয়ে রইল। এটা খুবই খুশির খবর। ডিম ফুটে বেরনো প্রতিটা ছানা সুস্থ আছে।’’
রসিকবিলে রয়েছে মোট ১১টি ঘড়িয়াল। তার সঙ্গে যোগ হয়েছে আরও ২২টি ছানা। এই খবরে খুশি পর্যটকরা। সেই সঙ্গে বাড়ছে প্রত্যাশাও। রাজু সরকার নামে এক পর্যটকের কথায়, ‘‘এতগুলো বাচ্চা এক সঙ্গে দেখতে পাচ্ছি। এটা আমার কাছে খুবই আনন্দের। বন দফতর অক্লান্ত পরিশ্রম করেছে বলে জানতে পেরেছি। এই মিনি জু, ভবিষ্যতে চিড়িয়াখানা হলে খুবই ভাল লাগবে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।