ছবি: 'টুইটার
ফের তুষারধস। উত্তরাখণ্ডের পর এ বার হিমাচল প্রদেশ। সে রাজ্যের লাহুল ও স্পিতি জেলার গোন্ধালা উপত্যকার ছোট্ট গ্রাম খাংসারে শনিবার দুপুরে ভয়ানক এক তুষার ধসের ঘটনা ঘটে। সংবাদ সংস্থার প্রকাশ করা ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশালাকার বরফের ধারা নেমে আসছে পাহাড়ের গা বেয়ে।
শনিবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত ডিসেম্বরেও লাহুল ও স্পিতি একই রকমের তুষার ধসের মুখে পড়ে। সে বার ক্ষতির মুখে পড়ে তোজিং জেলা। সে বারেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফেব্রুয়ারির শুরুতে মারাত্মক তুষারধসের মুখে পড়ে উত্তরাখণ্ড। হিমবাহের একটি অংশ ভেঙে হড়পা বানে ভেসে যায় এলাকা। অসংখ্য মানুষের মৃত্যু হয়।