Crime

মহিলাকে হেনস্থা! থানা থেকে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু অভিযুক্ত অটোচালকের

মহিলা যে অভিযোগ করেছেন, তা আদৌ সত্য কিনা, তার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে অটোচালকের পরিবার। ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ২২:৩৯
Share:

অজ্ঞাতপরিচয় ওই গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

মহিলাকে হেনস্থার অভিযোগে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এক অটোচালককে। সেখান থেকে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির সিভিল লাইন্স থানা এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাত ১১টা ১৫ মিনিটে এক মহিলা থানায় গিয়ে অভিযোগ করেন যে, এক অটোচালক তাঁকে হেনস্থা করেছেন। সিভিল লাইন্স মেট্রো স্টেশনের বাইরে ই-রিকশা চালান ওই মহিলা। সেখানেই অটো চালাতেন রাহুল নামে এক যুবক। মহিলার অভিযোগ, মেট্রো স্টেশনের বাইরে তাঁরা যখন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন, সে সময় রাহুল তাঁকে হেনস্থা করেন।

মহিলার অভিযোগের ভিত্তিতে ওই অটোচালকের খোঁজে বেরোয় পুলিশের একটি দল। পরে বিধানসভা মেট্রো স্টেশন এলাকায় মত্ত অবস্থায় ওই অটোচালককে দেখতে পান পুলিশকর্মীরা। তার পর তাঁকে পুলিশকর্মীদের সঙ্গে থানায় যেতে বলা হয়। থানায় অটো নিয়ে যান রাহুল। তাঁকে দেখে উত্তেজিত হয়ে পড়েন মহিলা। চিৎকার করতে থাকেন। এই সময় ওই মহিলাকে শান্ত করার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা। এই সুযোগে থানা থেকে পালানোর চেষ্টা করেন অটোচালক। কিন্তু পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

এই ঘটনা জানাজানি হতেই থানায় গিয়ে বিক্ষোভ দেখান রাহুলের পরিবারের সদস্যরা। প্রায় তিন থেকে চার ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। পরে রবিবার সকালেও রাহুলের মৃত্যুর বিচার চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।

মহিলা যে অভিযোগ করেছেন, তা আদৌ সত্য কিনা, তার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে রাহুলের পরিবার। পাশাপাশি থানার বাইরে গাড়ির ধাক্কায় রাহুলের মৃত্যুতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement