Rajasthan Robbery

ঘুমের ওষুধ দিয়ে বেহুঁশ করে ধনী মালিকের বাড়ি থেকে টাকা, গয়না নিয়ে চম্পট দিলেন পরিচারকরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে পরিবারের সদস্যদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। বাড়ির সকলে খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে টাকা, গয়না নিয়ে চম্পট দেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

যোধপুর শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ২১:০৪
Share:

প্রতীকী ছবি।

বাড়ির মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে টাকা, গয়না নিয়ে চম্পট দিলেন চার জন। রবিবার এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে। চার অভিযুক্তই স্থানীয় ব্যবসায়ী অশোক চোপড়ার বাড়িতে ঘর গৃহস্থালির কাজ করতেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে পরিবারের সদস্যদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। বাড়ির সকলে খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে টাকা, গয়না নিয়ে চম্পট দেন তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নগদ অর্থ, গয়না মিলিয়ে কয়েক কোটি টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছেন অভিযুক্তরা। শুধু তা-ই নয়, অশোকের গাড়িটি নিয়েও চম্পট দেন অভিযুক্তেরা। পরে অবশ্য রাজ্যের নাগৌর জেলার একটি জায়গা থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

যে সময়ে এই ঘটনাটি ঘটে, সে সময় অশোক ছাড়াও বাড়িতে ছিলেন তাঁর বৃদ্ধা মা, বোন, নাতি এবং দুই গাড়িচালক। সকলের খাবারে ঘুমের ওষুধ দেওয়া হলেও অশোকের বৃদ্ধা মা এবং নাতির খাবারে তা দেওয়া হয়নি। অশোকের বোনের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশ। চম্পট দেওয়ার আগে বাড়ির সব ক’টি সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে যান অভিযুক্তেরা।

Advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, লক্ষ্মী নামে এক পরিচারিকা দীর্ঘ চার বছর ধরে অশোকের মায়ের দেখভাল করতেন। মাস দুয়েক আগে লক্ষ্মীই আরও তিন জনকে কাজের জন্য অশোকের বাড়িতে নিয়ে এসেছিলেন। কিন্তু ওই তিন জনের পরিচয়পত্র যাচাই করা হয়নি বলে জানা গিয়েছে। পুলিশ জানতে পেরেছে চার জনেরই বাড়ি নেপালে। রাজস্থান পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় বাইরের কারও হাত থাকতে পারে। সব কিছু বিবেচনা করেই তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement