Maharashtra Fire

মহারাষ্ট্রে ফের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং আগুন! মৃত ছয়, অনেকের আটকে থাকার আশঙ্কা

পুলিশ জানিয়েছে, ঠাণের ডোম্বিবলির এমআইডিসি ফেজ-২-এ অমুদন কেমিক্যাল কোম্পানির রাসায়নিক কারখানার ভিতরে একটি বয়লার বিস্ফোরণের পর আগুন লাগে। তার পর আরও দু’টি বয়লারে বিস্ফোরণ হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ১৮:১৩
Share:

আগুনে জ্বলছে ঠাণের কারখানা। ছবি: পিটিআই।

মহারাষ্ট্রে আবার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং মৃত্যু! এক মাসের ব্যবধানে। জলগাঁওয়ের পরে এ বার ঠাণেতে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে ঠাণের ডোম্বিবলি এলাকায় ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ছ’জন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। বিস্ফোরণের কারণে গোটা কারখানায় আগুন ধরে যায়।

জ্বলন্ত কারখানার মধ্যে আরও কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, এমআইডিসি ফেজ-২-এ অমুদন কেমিক্যাল কোম্পানির রাসায়নিক কারখানার ভিতরে একটি বয়লার বিস্ফোরণের পর আগুন লাগে। তার পর আরও দু’টি বয়লারে বিস্ফোরণ হয়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের দাবি, দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে দমকল পৌঁছয় ঘটনাস্থলে। আসেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র জওয়ানেরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement