Cuttack Accident

অনুষ্ঠানের আগে ভেঙে পড়ল লোহার গেট! কটকে জখম প্রায় ৩০ জন দর্শক, অনেকের অবস্থা গুরুতর

আহতদের মধ্যে মহিলা এবং শিশু আছে। তাঁদের সালেপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের একটি সূত্রে খবর, ছ’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:৩৫
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

অনুষ্ঠান শুরুর আগে দুর্ঘটনা ওড়িশার কটকে। মঞ্চের সামনে থাকা লোহার গেট ভেঙে পড়ে জখম হলেন প্রায় ৩০ জন দর্শক। আহতদের মধ্যে মহিলা ও শিশুও আছেন। জানা যাচ্ছে, বেশ কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

Advertisement

জানা যাচ্ছে, শনিবার রাতে কটকের সালেপুর এলাকায় ওই দুর্ঘটনা হয়। সেখানে একটি পালাগানের আসর বসেছিল। অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। একটি লোহার গেট পেরিয়ে মঞ্চে প্রবেশ করতে হত। একই সময়ে অনেক দর্শক ওই গেটটি পার হচ্ছিলেন। সেই সময় আচমকা পুরো লোহার গেটটিই ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। শুরু হয় চিৎকার-চেঁচামেচি, কান্নাকাটি। পণ্ড হয় অনুষ্ঠান। পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কম করে ৫০ জন মানুষ জখম হয়েছেন। তবে পুলিশের সূত্র জানাচ্ছে, প্রায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে মহিলা এবং শিশু আছে। তাঁদের সালেপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের একটি সূত্রে খবর, ছ’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা হল, কারও গাফিলতি রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতারের কোনও খবর মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement