Indian Railways

Indian Railways: সেতুতে হামাগুড়ি দিয়ে ট্রেনের তলায়, বাঙালি গণেশকে নিয়ে আপ্লুত রেল মন্ত্রক

সেতুতে দাঁড়িয়ে যায় ট্রেন। ঝুঁকি নিয়ে সারাইয়ের কাজ করেন এক রেলকর্মী। সেই ভিডিয়ো টুইট করে রেলকর্মীদের প্রশংসা রেল মন্ত্রকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৯:৪৯
Share:

ট্রেনের তলায় রেলকর্মী গণেশ ঘোষ। টুইটার

সেতুর উপর দিয়ে যেতে যেতে ট্রেনে যান্ত্রিক গোলযোগ। থেমে যায় ট্রেনটি। তখনই দেখা দরকার ‘এয়ার লিকেজ’ হচ্ছে কি না। এমন পরিস্থিতিতে এক রেলকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সেতুর উপরেই ট্রেনের তলায় ঢুকে পড়েন। হামগুড়ি দিয়ে গিয়ে দেখেন ঠিক কী কারণে গোলযোগ। এমনই একটি ভিডিয়ো টুইট করেছে রেল মন্ত্রক। তাতেই দাবি করা হয়েছে, রেলকর্মীরা ট্রেনের যাত্রা স্বাভাবিক রাখতে কী ভাবে দিনরাত ঝুঁকি নিয়ে কাজ করেন।

Advertisement

রেলের পক্ষে জানানো হয়েছে ওই কর্মীর নাম গণেশ ঘোষ। সহকারী লোকো পাইলট পদে চাকরি করেন। তবে কবে, কোথায়, কোন ট্রেনের তলায় ঢুকে তিনি কাজ করেন তার উল্লেখ করা হয়নি রেল মন্ত্রকের টুইটে। সঙ্গে পোস্ট করা হয়েছে গণেশের সাহসিকতার ভিডিয়ো।

রেল মন্ত্রক টুইটে লিখেছে, ‘রেল যাত্রীদের সেবা ও সুরক্ষার জন্য সবসময় সমর্পিত। রেলসেবকেরা দিনরাত যাত্রীদের রক্ষার জন্য কাজ করেন। তারই একটা উদাহরণ গণেশ ঘোষের এই সাহসিকতা।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement