কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। নিজস্ব চিত্র
বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক ভোট গণনার প্রবণতা বলছে, সে রাজ্যে এডিএমকে-বিজেপি জোটও লড়াইয়ে রয়েছে। ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ৭৫ এবং এডিএমকে জোট ৬৪টিতে এগিয়ে।
অসমের ১২৬টি আসনের মধ্যে বিজেপি-র নেতৃত্বাধীন শাসক জোট এগিয়ে ৪৮টিতে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২৭টিতে। তাৎপর্যপূর্ণ ভাবে উজান অসমের ৩টি আসনে এগিয়ে রয়েছে ছাত্র সংগঠন ‘আসু’র নেতাদের তৈরি নয়া দল ‘অসম জাতীয় পরিষদ’।
কেরলের ১৪০টি আসনের মধ্যে বামজোট ৮০, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৫৫ এবং বিজেপি ৩টিতে এগিয়ে। তবে পুদুচেরিতে কংগ্রেস-ডিএমকে জোটের তুলনায় এনআর কংগ্রেস-বিজেপি-এডিএমকে জোট বেশ কিছুটা এগিয়ে।