জানুয়ারিতে ওটিটিতে থাকছে এক গুচ্ছ কনটেন্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বছরের শুরুতেই ওটিটিতে একাধিক কনটেন্টের ভিড়। চর্চিত হিন্দি ছবি থেকে শুরু করে ওয়েব সিরিজ় এবং তথ্যচিত্র দেখা যাবে বিভিন্ন ওটিটি মঞ্চে। তার মধ্যে কোনগুলি অবশ্যই দেখতে হবে, চোখ বুলিয়ে নিতে পারেন।
১) পাতাললোক: চার বছরের অপেক্ষার অবসান। আসছে প্রশংসিত ওয়েব সিরিজ় ‘পাতাললোক’-এর দ্বিতীয় সিজ়ন। হাতিরাম চৌধুরী (অভিনয়ে জয়দীপ আহলাওয়াত)-র ভাগ্যে কী লেখা রয়েছে, এ বারে তার উত্তর মিলবে। প্রাইম ভিডিয়োয় ১৭ জানুয়ারি থেকে সিরিজ়টি দেখা যাবে।
২) ব্ল্যাক ওয়ারেন্ট: বিক্রমাদিত্য মোটওয়ানের সিরিজ় মানেই দর্শকের আগ্রহ তুঙ্গে। তিহাড় জেলের সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিরিজ়। আশির দশকে কারাগারের অভ্যন্তরীণ রাজনীতি এবং কয়েদিদের দৈনন্দিন জীবন দর্শককে চমকে দেবে বলেই দাবি করেছেন নির্মাতারা। ১০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’।
৩) শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া (চতুর্থ সিজ়ন): প্রথম সিজ়ন থেকেই রিয়্যালিটি শোয়ের মোড়কে নতুন প্রজন্মের পছন্দের সিরিজ় হয়ে উঠেছে। তরুণ প্রজন্মের কয়েক জনকে তাঁদের অভিনব আইডিয়ার ভিত্তিতে ব্যবসা শুরুর সুযোগ করে দেওয়া হয় এই শোয়ে। ৬ জানুয়ারি থেকে সোনি লিভ-এ সিরিজ়টি দেখা যাচ্ছে।
৪) অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট: গত বছর কানে গ্রাঁ প্রি জয়ী মালয়লাম ছবিটি চর্চিত। পায়েল কপাডিয়া পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কানি কুশ্রুতি এবং দিব্যা প্রভা। দুই নার্সের জীবনের আখ্যান সম্বলিত ছবিটি হটস্টারে দেখা যাচ্ছে।
৫) দ্য রোশনস্: বলিউডের চর্চিত রোশন পরিবারকে নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। রাকেশ রোশন, রাজেশ রোশন-সহ এই প্রজন্মে হৃতিকের উত্থান তথ্যচিত্রে তুলে ধরে হয়েছে। শাহরুখ খান, কর্ণ জোহর-সহ বলিউডের বিশিষ্টেরা এই পরিবার নিয়ে বলেছেন। তথ্যচিত্রটি নেটফ্লিক্সে ১৭ জানুয়ারি থেকে দেখা যাবে।
৬) দ্য সবরমতী রিপোর্ট: যাবতীয় বিতর্ক সামলে গত বছর নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে ছবিতে মুখ্য চরিত্রে বিক্রান্ত মাসের অভিনয় দর্শকের নজর কাড়ে। ১০ জানুয়ারি থেকে জ়ি ফাইভে দেখা যাবে ছবিটি।
৭) গুনাহ্ ২: চর্চিত সিরিজ়টির অবলম্বন তুরস্কের সিরিজ় ‘ইজ়েল’। তবে ভারতীয় সংস্করণ দর্শকের পছন্দ হয়েছে। নিরাপরাধ ব্যক্তির প্রতি মিথ্যা অভিযোগ, পরিচয় বদলে প্রতিশোধ, অ্যাকশনের মোড়কে সম্পর্কের জাল বিস্তার করে সিরিজ়ের গল্প। সিরিজ়টি ডিজ়নি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে।
৮) খোঁজ: পরছাইয়ো কে উস পার: নিখোঁজ স্ত্রীর সন্ধানে এক ব্যক্তির অভিযান। অন্য এক মহিলা নিজেকে তার স্ত্রী বলে দাবি করেন। ঘনীভূত হয় রহস্য। সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শরিব হাশমি এবং অনুপ্রিয়া গোয়োঙ্কা। সিরিজ়টি জ়ি ফাইভে দেখা যাচ্ছে।