হাত কেটে রক্ত বার করে পোস্টারে প্রতিবাদ অসম বিধায়কের

কেউই তাঁকে বাধা দেননি। এমনকী নিজের দলের বিধায়করাও রূপজ্যোতি চিকিৎসায় উদ্যোগী হননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০১:৩১
Share:

হাত কেটে নিজের রক্ত দিয়ে পোস্টার লিখছেন রূপজ্যোতি কুর্মি। মঙ্গলবার। —নিজস্ব চিত্র।

অসমের বিভিন্ন শিল্প ধুঁকছে, বিক্রি হতে চলেছে নগাঁও ও কাছাড় কাগজকল। বন্ধ হচ্ছে একাধিক চা বাগান। তার প্রতিবাদে আজ বিধানসভা অধিবেশন চলাকালীন সভাকক্ষের মূল প্রবেশ পথের বাইরে নিজের হাত কেটে রক্ত বার করে পোস্টার লিখলেন মরিয়নির কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মী। ব্লেড বের করে তিনি কেটে ফেলেন বাঁ হাতের তালু। সেখান থেকে রক্ত নিয়ে লেখেন, ‘অসমের জাতি-মাটি-ভেটি, অসমের সম্মান বিক্রি হতে দেওয়া চলবে না।’

Advertisement

কেউই তাঁকে বাধা দেননি। এমনকী নিজের দলের বিধায়করাও রূপজ্যোতি চিকিৎসায় উদ্যোগী হননি। খবর পেয়ে চিকিৎসকেরা এসে তাঁকে সেখান থেকে নিয়ে যান। তালুতে তিনটি সেলাই পড়ে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বিরোধিতা করলে সঙ্গে আছি। কিন্তু এ ভাবে রক্তপাত করে, নিজের ক্ষতি করে আন্দোলন মোটেই সমর্থন করি না।’’ রূপজ্যোতি বলেন, ‘‘অসম আন্দোলনে ৮৫৫ জন শহিদ হয়েছিলেন। রাজ্যবাসীর স্বার্থে নিজের হাতে রক্ত দিতে ভয় পাব কেন? রাজ্যের মূল্যবৃদ্ধি, সম্পদ বিক্রি, শিল্প, চা বাগান বন্ধ হওয়ার মতো সমস্যা নিয়ে আলোচনা করতে চাইলেও সরকার পাত্তা দিচ্ছে না। তাই এই পথ বেছে নিয়েছি।’’

রূপজ্যোতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন স্পিকার।

Advertisement

আরও পড়ুন: রিয়াং শিবিরের জমি চেয়ে সরব বাঙালিরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement