Assam

Viral: খুচরো পয়সায় শখপূরণ! দুই, পাঁচ-দশ টাকার কয়েনে পছন্দের স্কুটার কিনলেন অসমের যুবক

  • পেশায় একজন ব্যবসায়ী ওই যুবক।
  • অসমের বরপেটার ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ০৯:১৯
Share:

ছবি সৌজন্য ফেসবুক।

তিল তিল করে সঞ্চয় করা দুই, পাঁচ এবং দশ টাকার কয়েনে স্বপ্নপূরণ করলেন অসমের বরপেটার এক যুবক।

যুবকের শখ ছিল দামি স্কুটার কেনার। সেই শখ পূরণের জন্য ২, ৫ এবং ১০ টাকার কয়েন জমাতে শুরু করেন। পেশায় ব্যবসায়ী ওই যুবক যখন দেখলেন তাঁর জমানো অর্থ ওই গাড়ি কেনার পক্ষে যথেষ্ট, সেই খুচরো টাকা বস্তায় ভরে সটান হাজির হন গাড়ির শোরুমে।

Advertisement

খুচরো পয়সায় গাড়ি! শোরুমের ম্যানেজার থেকে কর্মীরা সকলেই অবাক হয়ে যান। খুচরো পয়সা গোনার কাজ শুরু করেন শোরুমের কর্মীরা। তার পরই ওই যুবকের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
বরপেটার যুবকের স্বপ্নপূরণের আজব এই কাণ্ড এখন নেটমাধ্যমে ভাইরাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement