টুনিরামকে গ্রেফতার করেছে পুলিশ। টুইটার থেকে নেওয়া।
বাজি হেরেও টাকা দিতে না চাওয়ায় মারামারি। বন্ধুর গলা কেটে ফেললেন আর এক বন্ধু! তার পর কাটা মুন্ডু ঝুলিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর অসমের শোনিতপুর জেলায়।
স্বাধীনতা দিবসের দিন স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় ছিল ফুটবল ম্যাচ। তাতে ৫০০ টাকা বাজি লড়েন দুই বন্ধু টুনিরাম মাদরি ও বয়লা হেমরাম। খেলা শেষে টুনিরাম হারেন, বয়লা জেতেন। কিন্তু হেরেও টুনিরাম বাজির টাকা না দিতে চাওয়ায় দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, সেই সময় একটি ধারালো অস্ত্র দিয়ে বয়লার গলা কেটে ফেলেন টুনিরাম। তার পর টুনিরাম এক হাতে অস্ত্র, অন্য হাতে কাটা মুন্ডু ঝুলিয়ে ২৫ কিলোমিটার দূরের থানায় দিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ সূত্রের খবর, সন্ধ্যায় এই ঘটনা ঘটিয়ে কাটা মুন্ডু সঙ্গে করেই টুনিরাম নিজের বাড়িতেও যান। সেখানে বড় দাদা তাঁকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সেই সময়ই পালিয়ে থানার দিকে হাঁটতে শুরু করেন টুনিরাম। গভীর রাতে থানায় এসে পৌঁছন এবং গোটা ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ গোটা ঘটনা শুনে হতবাক। তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বাজির টাকা দিতে না চাওয়াতেই এই ঘটনা, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।