ছবি পিটিআই।
দিন যত গড়াচ্ছে, বন্যা কবলিত অসমের দুর্দশার ছবি ততই প্রকট হচ্ছে। প্লাবনের জেরে অসমে আরও আট জনের মৃত্যুর খবর মিলেছে। এ নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে চলতি বছরে বন্যায় মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে।
২১ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, মৃত আট জনের মধ্যে শুধু কাছারেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁওতে এক জনের করে মৃত্যু হয়েছে। কাছার এলাকায় এক ব্যক্তি নিখোঁজ। শিলচরের কয়েকটি এলাকা এখনও জলমগ্ন বলে জানা গিয়েছে।
তবে অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে ২২টি জেলা জলবন্দি রয়েছে। নগাঁওতে কপিলি, করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বলে খবর। ২২৫৪টি গ্রাম এখনও জলের তলায়। ৫৩৮টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় দু’লক্ষ। এখনও ৭৪ হাজার ৬৫৫.৮৯ হেক্টর জমি ডুবে রয়েছে।