দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। — ফাইল চিত্র।
জেলের মধ্যে যেন তাঁকে ইনসুলিন নিতে দেওয়া হয়, এমন দাবি তুলে এ বার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করলেন অরবিন্দ কেজরীওয়াল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার দুপুর ২টোয় কেজরীওয়ালের মামলার শুনানি হতে পারে।
গত মাসের ২১ তারিখ আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। দু’দফায় ইডি হেফাজতের পর আদালতের নির্দেশে তিহাড় জেলেই এখন রয়েছেন তিনি। তাঁর রক্তে শর্করার মাত্রার পরিমাণ অনেকটাই বেশি, প্রথম থেকেই এমন দাবি জানিয়ে আসছিলেন কেজরীওয়াল। তাই তাঁকে জেলে বাড়ির খাবার খেতে দেওয়া হোক, এমনও আবেদন করেন তিনি।
রক্তে শর্করার পরিমাণ (ব্লাড সুগার লেভেল) নিয়মিত পরীক্ষা করে দেখা হোক— এমন আর্জি নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান কেজরীওয়াল। সঙ্গে এই আর্জিও জানিয়েছিলেন যে, তাঁকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার সুযোগ দেওয়া হোক। বৃহস্পতিবার সেই মামলারই শুনানিতে ইডির বিশেষ কৌঁসুলি জ়োহেব হোসেন জানান, ব্লাড সুগার বৃদ্ধি করার জন্য জেলে ইচ্ছাকৃত ভাবে বেশি মিষ্টি আর আম খেয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির আরও দাবি, নিজের ব্লাড সুগারের মাত্রায় তারতম্য ঘটছে, এমনটা দেখিয়েই জামিন নিশ্চিত করতে চাইছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরীওয়াল।
ইডির এই দাবি নস্যাৎ করে আপ। বৃহস্পতিবার রাতেই আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা বলেন, ‘‘বার বার বলা সত্ত্বেও জেলে কেজরীওয়ালকে ইনসুলিন দেওয়া হচ্ছে না।’’ পাশাপাশি, অতিশী আরও দাবি করেন, জেলে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে কেজরীওয়ালকে। সেই দাবি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরেই ইনসুলিন সংক্রান্ত মামলা করলেন আপ প্রধান।