গ্রাফিক: শৌভিক দেবনাথ।
প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভারতের ১০২ আসনে ভোটদানের হার ৫৯.৭ শতাংশ। সব চেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যে ভোট পড়ল ৭৭.৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
৬টা পর্যন্ত ভোটের হার শনিবার জানাবে কমিশন। সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। সব বুথের ওয়েব কাস্টিং হয়েছে। ২৭ হাজার ৯০৭ ভোট কর্মী কাজ করেছেন। ৫৮১ জন মাইক্রো অবজ়ার্ভার ছিলেন। বাংলার তিন লোকসভা আসনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে।
বিকেল ৫টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। সব থেকে বেশি ভোট পড়েছে কোচবিহারের নাটাবাড়িতে। ৮২.১০ শতাংশ। সব থেকে কম আলিপুরদুয়ারের মাদারিহাটে। ৬৮.৬৭ শতাংশ।
বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়ল ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ৭৫.৩৩ শতাংশ এবং জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ। সব মিলিয়ে বাংলার তিন লোকসভা আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৭.৫৭ শতাংশ।
প্রথম দফায় দুপুর ৩টে পর্যন্ত ভারতের ১০২ আসনে ভোটদানের হার ৪৯.৯ শতাংশ। সব চেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। এই রাজ্যে ভোট পড়ল ৬৮.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
ভোটদানের হারে পিছিয়ে নেই আলিপুরদুয়ার এবং কোচবিহারও। জলপাইগুড়ি ছাড়া বাংলার বাকি দুই আসন— আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট পড়ল যথাক্রমে ৬৬.২৩ শতাংশ এবং ৬৫.৫৪ শতাংশ।
পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে। এই আসনে ভোটদানের হার ৬৭.২৮ শতাংশ। বিধানসভা মোতাবেক এই রাজ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে।
শুক্রবার প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের তিন আসন— আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।
গোটা দেশের ১০২ আসনে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯ শতাংশ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হারে দেশের মধ্যে এগিয়ে ছিল পশ্চিমবঙ্গই। তবে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হারের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। এই রাজ্যে ভোটদানের হার ৫৩.০৪ শতাংশ।
বিধানসভা মোতাবেক বাংলায় সবচেয়ে কম ভোট পড়ল মেখলিগঞ্জে। দুপুর ১টা পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মেখলিগঞ্জে ভোটদানের হার ৪২.৭ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়ল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়িতে। সেখানে ভোটদানের হারে ৫৪.৬৮ শতাংশ।
প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিন আসনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫০.৯৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে আলিপুরদুয়ারে। শুক্রবার প্রথম দফায় এই আসনে ভোটদানের হার ৫১.৫৮ শতাংশ। কোচবিহার এবং জলপাইগুড়িতে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে যথাক্রমে ৫০.৬৯ এবং ৫০.৬৫ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত গোটা দেশে ভোটদানের হার ২৪.৫ শতাংশ।
গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
বিধানসভা মোতাবেক আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কালিচিনিতে ভোটদানের হার সব থেকে বেশি। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.১৪ শতাংশ।
আলিপুরদুয়ার আসনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫.২ শতাংশ। পিছিয়ে নেই কোচবিহার এবং জলপাইগুড়িও। এই দুই আসনে ভোটদানের হার যথাক্রমে ৩৩.৬৩ শতাংশ এবং ৩১.৯৪ শতাংশ।
শুক্রবার প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের তিন আসনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল মোট ৩৩.৫৬ শতাংশ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার— এই তিন আসনে ভোটগ্রহণ চলছে এ রাজ্যে।
২১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৭ শতাংশের বেশি।
গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.১২ শতাংশ। তবে অসমের পাঁচ আসনে সকাল থেকে ভোট পড়েছে মাত্র পাঁচ শতাংশ।
শুক্রবার তামিলনাড়ুর সব আসনেই ভোটগ্রহণ চলছে। ৩৯ লোকসভা আসনের তামিলনাড়ুতে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১২.৫৫ শতাংশ।