দিল্লিতে দেখেছি, মন্ত্রী-বিধায়কদের সম্পর্কে মানুষ সরাসরি তাঁদের মনোভাব জানাচ্ছেন। ২১-২২ জনের বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট পাওয়া গিয়েছিল। তাঁদের টিকিট দেওয়া হয়নি। তাঁদের বদলে যাঁদের দেওয়া হয়েছিল, তাঁরা জয়লাভ করেছিলেন।’’
ফাইল চিত্র।
কাজ না করলে পদ খোয়াতে হবে— আজ এ ভাবেই পঞ্জাবের মন্ত্রীদের সতর্ক করে দিলেন আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। একই সঙ্গে বিধায়কদের তিনি মনে করিয়ে দিয়েছেন, সততা ও নিষ্ঠার জন্য জনসেবা চালাতে হবে। হতে হবে বিনয়ী-ভদ্র, কারও সঙ্গে খারাপ ব্যবহার বা কঠোর বাক্য ব্যবহার করা চলবে না।
বিধানসভা নির্বাচনে পঞ্জাবে আপ-ঝড়ে ধরাশায়ী সব রাজনৈতিক দল। ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসন দখল করেছে আপ। নির্বাচনে তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন। আজ মোহালিতে দলীয় বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল সভায় সে কথা মনে করিয়ে দিয়েছেন কেজরীওয়াল। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান প্রত্যেক মন্ত্রীকে কাজের সীমা বেঁধে দিয়েছেন। তাঁরা যদি তা পূরণ করতে না পারেন তা হলে তো আমজনতা দাবি করতেই পারেন মন্ত্রীদের সরিয়ে দিতে হবে।’’
পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রীর কাজে প্রশংসাও করেছেন আপের জাতীয় আহ্বায়ক। কেজরীওয়াল বলেন, ‘‘মাত্র তিন দিনে তিনি (মুখ্যমন্ত্রী) অনেকটা কাজ করে ফেলেছেন। প্রাক্তন মন্ত্রীরা যে নিরাপত্তা পেতেন তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বার সেই নিরাপত্তা পাবেন সাধারণ মানুষ।’’ কেজরী ঘোষণা করেছেন, যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে পঞ্জাবের আপ সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। দুর্নীতির প্রশ্নেও কোনও আপস করা হবে না বলে জানান আপ প্রধান। তিনি জানান, দিল্লির মতো পঞ্জাবেও দুর্নীতি-বিরোধী টেলি পরিষেবা চালু করা হবে। যাতে সাধারণ মানুষ ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারেন।
বিধায়কদের উদ্দেশে কেজরীওয়ালের বার্তা, ‘‘চণ্ডীগড়ে বসে থাকবেন না। দলের মন্ত্র হল, সাধারণ মানুষের কাছে যান। তাঁদের অভাব-অভিযোগ শুনুন। গ্রামে ঘুরে সমস্যা দেখুন।’’ নিজেকে ‘বড় দাদা’ হিসাবে তুলে ধরে আপ প্রধানের পরামর্শ, ‘‘পঞ্জাবের মানুষ ৯২টি হীরের টুকরো (৯২ জন আপ বিধায়ক) বেছে নিয়েছেন। ভগবন্ত মানের নেতৃত্বে আপনারা একটি দল হয়ে কাজ করুন… আমি তো আপনাদের বড় ভাই হিসাবে রইলামই।’’
দায়িত্ব নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মান ঘোষণা করেছেন সরকারি দফতরে ২৫ হাজার শূন্যপদ পূরণ করা হবে। তার মধ্যে ১০ হাজার নিয়োগ হবে পুলিশ বিভাগে। আজ বিধায়কদের উদ্দেশে মান বলেন, ‘‘নিয়মানুবর্তিতা বজায় রাখুন, নিজের বিধানসভা কেন্দ্রের প্রতিটি শহরে যেন বিধায়কের অফিস থাকে এবং দিনে ১৮ ঘণ্টা কাজ করুন। দিল্লিতে দেখেছি, মন্ত্রী-বিধায়কদের সম্পর্কে মানুষ সরাসরি তাঁদের মনোভাব জানাচ্ছেন। ২১-২২ জনের বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট পাওয়া গিয়েছিল। তাঁদের টিকিট দেওয়া হয়নি। তাঁদের বদলে যাঁদের দেওয়া হয়েছিল, তাঁরা জয়লাভ করেছিলেন।’’