দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে সরাসরি মোদীকে নিশানা কেজরীওয়ালের। — ফাইল ছবি।
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আপের নেতাকর্মীদের ‘ফাঁসানো’র অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। তাঁর দাবি, আবগারি দুর্নীতির পুরো বিষয়টিই মনগড়া এবং তা সাংসদ সঞ্জয় সিংহের নাম ‘ভুল করে’ চার্জশিটে দেওয়া থেকেই প্রমাণ হয়ে গিয়েছে।
কেজরীওয়াল বলেন, ‘‘চার্জশিটে কারও নাম ভুলবশত ঢোকানো হয়েছে, এমন কখনও শুনেছেন! এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে, গোটা ব্যাপারটিই ভুয়ো। প্রধানমন্ত্রী এটা করছেন দেশের সবচেয়ে সৎ রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করতে। এটা ওঁকে মানায় না।’’ একই কথা টুইটও করেন তিনি।
আপ সাংসদ সঞ্জয় বুধবার দাবি করেন, ইডি তাঁকে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছে। চিঠিতে ইডি লিখেছে ভুলবশত তাঁর নাম চার্জশিটে দেওয়া হয়েছে। এর পরেই সঞ্জয়ের কটাক্ষ, ইতিহাসে কখনও এমনটা শুনেছেন, ইডি চিঠি লিখে ক্ষমা চাইছে! এ বার এই প্রসঙ্গেই সরাসরি মোদীকে আক্রমণের নিশানা করেছেন দলনেতা কেজরীওয়াল।
এ দিকে সঞ্জয় কেন্দ্রীয় অর্থসচিবকে চিঠি লিখে ইডির ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্র এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যোগিন্দর সিংহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। সঞ্জয় জানিয়েছেন, দুই আধিকারিককেই তিনি আইনি নোটিস পাঠিয়ে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করতে বলেছেন।
ইডি সূত্রের দাবি, চার্জশিটে সঞ্জয়ের নাম ৪ বার রয়েছে। তার মধ্যে একবার তাঁর নাম ভুল ভাবে দেওয়া হয়েছে। এই ভুল শুধরে নিতে আদালতে আবেদন জানানোর কথাও চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় এজেন্সিটি।