ছবি: টুইটার
উচ্চতা ১৩ হাজার ফুট। পৌঁছে দিতে হবে কোভিড টিকা। দুরত্ব পেরোতে হবে ১৮০ কিলোমিটার। স্বাস্থ্যকর্মীরা এই অসম্ভবকে সম্ভব করছেন অরুণাচল প্রদেশে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর টুইট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িতে চেপে কিছু রাস্তা গেলেও অনেকটাই পায়ে হেঁটে ও গাধার পিঠে জিনিসপত্র চাপিয়ে যাত্রা করতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। এই ভিডিয়োটি টুইট করে পেমা লিখেছেন, দেশের প্রতি কর্তব্য পালন করার জন্য এই ইচ্ছাশক্তি অবাক করার মতো। তিনি বলেছেন, তিব্বত সীমান্তে একটি গ্রামে টিকাকরণ কর্মসূচি চালাতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এটি তারই ভিডিয়ো।
তার পরের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি পিপিই কিট পরে টিকাকরণের কাজ করছেন। পেমা উল্লেখ করছেন, অরুণাচল সরকার ব্রোকপা উপজাতির ১০০ শতাংশ টিকাকরণের কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। টোপগে এলাকার ১৩৩ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামে তাই টিকা পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
ইতিমধ্যে প্রায় ২ হাজার মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অরুণাচল প্রদেশে এমনিতেই দেশীয় গড়ের থেকে টিকাকরণের হার বেশি। সে রাজ্যে ৭ হাজার ৮০০-এর থেকে বেশি মানুষের টিকাকরণ হয়েছে গত রবিবার।
ইতিমধ্যে প্রায় ২ হাজার মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অরুণাচল প্রদেশে এমনিতেই দেশীয় গড়ের থেকে টিকাকরণের হার বেশি। সে রাজ্যে ৭ হাজার ৮০০-এর থেকে বেশি মানুষের টিকাকরণ হয়েছে গত রবিবার।