অরুণ জেটলি। ফাইল চিত্র।
আদৌ অরুণ জেটলি কি অর্থমন্ত্রী? অর্থমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় তাঁর গুরুত্ব কতটা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে। আর তার আগেই অনেকটা বাজেটের ঢঙেই অনেকগুলি নয়া প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এবারও আড়ালে রইলেন জেটলি।
আর এরপরেই প্রশ্নটা আরও জোরালো হয়েছে, সব আর্থিক ঘোষণা প্রধানমন্ত্রীই করছেন। অরুণ জেটলিকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হচ্ছে কেন? কী কারণে অর্থমন্ত্রীকে দিয়ে আর্থিক প্রকল্পগুলির ঘোষণা করা হচ্ছে না। তবে কী একক নেতৃত্বেই বিশ্বাসী মোদী, প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। মানুষ ৫০ দিন ধরে কষ্ট সহ্য করেছে প্রধানমন্ত্রী কালোবাজারিদের থেকে কালো টাকা উদ্ধার করবেন বলে। কতটা কালো টাকা উদ্ধার করতে পারল মোদী সরকার? এই একটি সহজ প্রশ্নের সাঁড়াশি আক্রমণ সহ্য করতে পারেননি মোদী। আর তাই আগামী বাজেটের খসড়া থেকে কিছুটা তুলে নিয়ে ঘোষণা করে বছরের শেষ দিনটিতে কল্পতরু হলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের তরফে এমনই কটাক্ষ মোদীকে লক্ষ্য করে।
আরও পড়ুন: কালো টাকার কতটা কী হল? প্রধানমন্ত্রী বললেন...
অরুণ জেটলি তো অর্থমন্ত্রী কিন্তু বারবার প্রধানমন্ত্রী কেন দেশের অর্থনৈতিক সিদ্ধান্তের ঘোষণা করেছেন? উঠছে প্রশ্ন। এ দিন বাজেট বক্তৃতার ঢঙে অসংখ্য জনমুখী প্রকল্পের ঘোষণার ঢেউয়ের আড়ালে এড়িয়েই রইলেন সেই মোক্ষম প্রশ্নটির উত্তর— মানুষ তো অনেক কষ্ট সইল, কিন্তু কালো টাকার কতটা কী হল বাস্তবে! সেই বিষয়ে কিন্তু একটি বাক্যও ব্যয় করেননি প্রধানমন্ত্রী।