Death

ভারত ভ্রমণে এসে মৃত্যু নবতিপর জার্মান পর্যটকের

মঙ্গলবার একটি পর্যটক দলের সঙ্গে ‘গঙ্গা বিহার’ নামে একটি জাহাজে ভ্রমণ করছিলেন রিচার্ড। ওই পর্যটক দলে ছিলেন ২৪ জন জার্মান এবং ১৪ জন আমেরিকান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৭:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

ভারতে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক জার্মান পর্যটকের। তাঁর নাম রিচার্ড কার্ল ম্যাফ (৯১)। মঙ্গলবার একটি পর্যটক দলের সঙ্গে ‘গঙ্গা বিহার’ নামে একটি জাহাজে ভ্রমণ করছিলেন রিচার্ড। ওই পর্যটক দলে ছিলেন ২৪ জন জার্মান এবং ১৪ জন আমেরিকান। রাত আটটা নাগাদ জাহাজেই অসুস্থ হয়ে পড়েন রিচার্ড। বটানিক্যাল গার্ডেনে গঙ্গার ঘাটে নোঙর করা ছিল জাহাজটি। পর্যটক দলের অন্য সদস্যরা গুরুতর অসুস্থ ওই বিদেশিকে নিয়ে যান আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা রিচার্ডকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ওই পর্যটকের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে যায় বটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। রিচার্ডের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, ঘটনাটি নিয়ে জার্মানির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের তরফেই জার্মানিতে ওই পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।

প্রাথমিক তদন্তে পরে পুলিশ জানিয়েছে, ৩৮ জনের পর্যটকের এই দলটির ভারত ভ্রমণে বেরিয়ে বুধবার বারাণসী যাওয়ার পরিকল্পনা ছিল। হাওড়ার বটানিক্যাল গার্ডেন থেকে গঙ্গা বিহার নামে জাহাজে করে তাঁদের যাওয়ার কথা থাকায় সেটি নোঙর করা ছিল গার্ডেনের লঞ্চঘাটে। কিছু দিন আগে পর্যটকদের এই দলটি কলকাতায় আসে। তদন্তকারীদের ধারণা, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মারা গিয়েছেন জার্মান ওই পর্যটক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement