কাশ্মীরে ভারত সরকারের পদক্ষেপ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করার কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে গোটা দেশ উত্তাল। রাজ্যসভায় কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করানো হয়েছে ইতিমধ্যে। মঙ্গলবার লোকসভাতেও কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে আলোচনা চলেছে। সন্ধ্যায় লোকসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিলও পাশ হল। এরই মধ্যে কাশ্মীরে ভারত সরকারের পদক্ষেপ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফের পুলওয়ামার মতো ঘটনা ভারত ঘটতে পারে, এমনটাই মত ইমরানের।
আরও পড়ুন: বিজেপির মিশন কাশ্মীর, নিন্দার ঝড় পশ্চিমী মিডিয়ায়
গত সোমবারই একটি পাক টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানকে বলতে শোনা যায়, ভারতের এই সিদ্ধান্ত অবৈধ। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবনা অগ্রাহ্য করছে ভারত। ভারতের এই সিদ্ধান্ত আগামী দিনে দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটাবে। এ দিন সংসদের যৌথ অধিবেশনে আরও এক ধাপ এগিয়ে ইমরান বললেন, ‘‘ভারতের এই সিদ্ধান্ত আরও একটি পুলওয়ামার জন্ম দেবে।’’
ইমরানের দাবি, পূর্বসূরিদের ধারা মেনেই বিজেপি মুসলমানকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবেই গণ্য করতে চায়। পাক প্রধানমন্ত্রীর মতে, মোদী সরকারের এই সিদ্ধান্ত দ্বিজাতি তত্ত্বকে মান্যতা দিচ্ছে। তিনি বলেন, ‘‘জিন্না জানতেন, আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্র বানাতে চায়। এবং যে কোনও মুসলমানকেই সে দেশে দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে গণ্য করা হবে। এই উদ্দেশ্যকে প্রথম উপলব্ধি করেছিলেন জিন্নাই।’’
এর পরেই তিনি পুলওয়ামা প্রসঙ্গ তোলেন। ইমরান বলেন, ‘‘ভারতের এই সিদ্ধান্ত কাশ্মীরে হিংসার জন্ম দেবে। আবার হতে পারে পুলওয়ামার মতো হামলা। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার ঘটনা ভারত-পাক সম্পর্ককে তলানিতে নিয়ে গিয়েছে। পুলওয়ামার বদলায় ভারতের বালাকোট অভিযান লোকসভা ভোটে ডিভিডেন্ট দিয়েছে শাসকদলকে। পুলওয়ামার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী এমন মন্তব্য কী ভাবে করেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন কূটনীতিবিদেরা।