সুখেন্দুর টুইটে বিতর্ক

এরই মধ্যে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের করা একটি টুইটে অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০৪:৪৮
Share:

রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

রাজ্যসভার মতো লোকসভাতেও জম্মু-কাশ্মীর বিলের আলোচনায় ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদেরা। অংশ নিলেন না ভোটাভুটিতে। এরই মধ্যে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের করা একটি টুইটে অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব।

Advertisement

তৃণমূল যেখানে বিল আনার প্রক্রিয়াগত ত্রুটির কথা বলে সরব, সেখানে গত রাতে সুখেন্দুর টুইটে বলা হয়েছে, ‘‘দশকব্যাপী ভ্রান্তিবিলাসের আজ সংশোধন হল। আচমকা বজ্রপাত। আর কি আসতে চলেছে? পরিবর্তন আমাদের জীবনের অঙ্গ। আমরা নশ্বর। কিন্তু দেশ নয়।’’ যদিও এ নিয়ে ব্যাখ্যায় আজ যেতে চাননি রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ। মন্তব্যও করতে চাননি। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘এ সুখেন্দুবাবুর ব্যক্তিগত মতামত।’’

আজ লোকসভায় ওই বিল-বিতর্কে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সরকারের ওই পদক্ষেপে জম্মু-কাশ্মীরে অনিশ্চয়তা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এর অংশীদার হতে চাই না। আমাদের একটাই বক্তব্য, সেখানকার মানুষ যেন অত্যাচারের শিকার না হন।’’ সুদীপবাবুর বক্তব্যের পরেই ওয়াকআউট করেন তৃণমূল সাংসদেরা। আজ সৌগত রায়ের জন্মদিন হওয়ায় তাঁকে বলতে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা। কিন্তু তৃণমূল ওয়াকআউট করছে দেখে সাংসদের উদ্দেশ্যে স্পিকার বলেন, ‘‘দাদা, আপনি সুযোগ হারালেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement