HIV Cases Spike in Uttarakhand

উত্তরাখণ্ডে ৫ মাসে ১৯ জন এইচআইভি আক্রান্ত! আচমকা সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে কি এক মহিলাই?

এত কম সময়ের মধ্যে ১৯ জনের শরীরে এইচআইভির সংক্রমণ মেলায় চিন্তায় স্বাস্থ্য দফতরের কর্তারা। কী কারণে মাত্র পাঁচ মাসের মধ্যে এত জনের ভাইরাসে আক্রান্ত হলেন, তার খোঁজখবর নিতে শুরু করেছেন আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

উত্তরাখণ্ডে পাঁচ মাসে প্রায় ১৯ জনের শরীরে এইচআইভির সংক্রমণ হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন সে রাজ্যের স্বাস্থ্য দফতর। উত্তরাখণ্ডের স্বাস্থ্য আধিকারিক হরিশ পন্থ জানিয়েছেন, সাধারণত বছরে ২০টির আশপাশে এইচআইভির সংক্রমণ ধরা পড়ে। তবে এ বার পাঁচ মাসেই ১৯ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Advertisement

এত কম সময়ের মধ্যে ১৯ জনের শরীরে এইচআইভির সংক্রমণ মেলায় চিন্তায় স্বাস্থ্য দফতরের কর্তারা। আক্রান্তদের বিষয়ে প্রাথমিক একটি রিপোর্টে উদ্বেগ আরও বৃদ্ধি হয়েছে। কী কারণে আচমকা কম সময়ের ব্যবধানে এত জন আক্রান্ত হলেন, তার খোঁজখবর নিতে শুরু করেছে স্বাস্থ্য দফতর। আক্রান্তদের কাউন্সেলিংও করা হচ্ছে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ‘ইন্ডিয়া টুডে’-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১৯ জনের মধ্যে বেশিরভাগের শরীরেই হয়তো ভাইরাসের সংক্রমণ হয়েছে এক জন মহিলার সঙ্গে মিলনের কারণেই।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানায়নি উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর। আধিকারিকেরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পরই এ বিষয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করা যাবে। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, এইচআইভি আক্রান্ত প্রত্যেকেরই চিকিৎসা চলছে। তবে নির্দিষ্ট ভাবে কী কারণে তাঁরা সংক্রামিত হলেন, তা এখনই বলা মুশকিল।

Advertisement

১৯ জনের শরীরে এইচআইভি সংক্রমণের খবর ছড়ানোর পর থেকেই সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে। যে মহিলার যোগের কথা উঠে আসছে, তিনি মাদকাসক্ত ছিলেন বলেও কেউ কেউ দাবি করছেন। যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, পূর্ণাঙ্গ অনুসন্ধানের আগে এ বিষয়ে কোনও কিছু বলা সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement