— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন তরুণ সেনা জওয়ান! মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার ওই জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃত জওয়ানের নাম ইন্দেশ কুমার। রাজৌরি জেলার মাঞ্জাকোট এলাকার অঞ্জনওয়ালি গ্রামে একটি সেনাছাউনিতে কর্মরত ছিলেন ইন্দেশ। মঙ্গলবার গভীর রাতে আচমকা নিজেই নিজেকে গুলি করে বসেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত অবস্থায় কেন ওই জওয়ান এমন পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তাঁর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে রবিবারই জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সহকর্মীকে গুলি করে খুনের পর আত্মঘাতী হয়েছেন এক পুলিশকর্মী। স্থানীয় সূত্রে খবর, সে সময় দুই সহকর্মী প্রশিক্ষণের জন্য উত্তর কাশ্মীরের সোপোর থেকে রিয়াসি জেলার তালওয়ারার একটি প্রশিক্ষণকেন্দ্রে যাচ্ছিলেন। হঠাৎ সঙ্গে থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীকে গুলি করেন ওই কর্মী। তার পর নিজেও আত্মঘাতী হন।