—প্রতীকী চিত্র।
বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠল এক সেনা আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরাখণ্ডের দেহরাদূনের। সোমবার অভিযুক্ত সেনা আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত সেনা আধিকারিকের নাম রমেন্দু উপাধ্যায়। নিহত মহিলার নাম শ্রেয়া শর্মা (৩০)। গত শনিবার একটি রেস্তরাঁয় প্রেমিকার সঙ্গে মদ্যপান করছিলেন রমেন্দু। তার পর প্রেমিকাকে সঙ্গে নিয়ে ‘লং ড্রাইভে’ যান অভিযুক্ত। একটি নির্জন এলাকায় ভারী বস্তু দিয়ে প্রেমিকার মাথায় আঘাত করেন তিনি। মৃত্যু নিশ্চিত হওয়ার পর প্রেমিকার দেহ রাস্তার ধারে ফেলে চম্পট দেন অভিযুক্ত।
পুলিশ আরও জানিয়েছে, রমেন্দু বিবাহিত। একটি পানশালায় ওই মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। অল্প দিনের আলাপেই তাঁদের বন্ধুত্ব হয়। পরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। বিয়ের জন্য ওই মহিলা চাপ দিচ্ছিলেন। সেই কারণেই তাঁকে খুন করেন ওই সেনা আধিকারিক। তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে পুলিশ।