patna

Patna: ঠিকানা জানার অছিলায় বাইক দাঁড় করিয়ে পটনায় সেনা জওয়ানকে গুলি করে খুন

পুলিশ সূত্রে খবর, নিহত জওয়ানের নাম বাবলু কুমার। অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন। দিন কয়েক আগেই ছুটিতে বাড়িতে এসেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৮:১৪
Share:

পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে সেনা জওয়ানকে গুলি করা হয়। প্রতীকী ছবি।

এক সেনা জওয়ানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পটনায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত জওয়ানের নাম বাবলু কুমার। অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন। দিন কয়েক আগেই ছুটিতে বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার ভাইকে নিয়ে বাইকে করে পাটলিপুত্র রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে দুই বাইকআরোহী তাঁর কাছে কোনও একটি জায়গার ঠিকানা জানতে চেয়েছিলেন।

বাবলু তাঁর বাইক থামিয়ে ওই দু’জনকে ঠিকানা বলতে যেতেই তাঁদের মধ্যে এক জন হঠাৎ বন্দুক বার করে বাবলুর মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলুর।

Advertisement

তবে প্রত্যক্ষদর্শীদের কয়েক জন দাবি করেছেন, বাবলুকে দাঁড় করায় দুই বাইকআরোহী। তার পরই বাবলুর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলেই তাঁর মাথায় গুলি চালায় দুষ্কৃতীরা।

পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement