Delhi Crime

যোগীর ‘মডেল’ এ বার দিল্লিতে! মহিলাদের উপর অত্যাচার রুখতে চালু ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’

দিল্লির ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’-এর মূল লক্ষ্যই মহিলাদের উপর হওয়া অত্যাচার নির্মূল করা। শুধু তা-ই নয়, অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করবে এই বিশেষ দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৯:২০
Share:

ক্ষমতায় আসার পরই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরি করেছিলেন। তাঁর সেই উদ্যোগকে যেমন অনেকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বিরোধিতাও করেন। উত্তরপ্রদেশ সরকারের দাবি, রাজ্য মহিলাদের নিরাপত্তার জন্য এমন ‘স্কোয়াড’ থাকা খুবই প্রয়োজন। এ বার যোগী সরকারের ধাঁচেই দিল্লিতেও শুরু হতে চলেছে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’! দিল্লিতে ক্ষমতায় এসেই এই ‘স্কোয়াড’ তৈরির ব্যাপারে উদ্যোগী হয় বিজেপি সরকার। দিল্লি পুলিশ সেই মর্মে এ বার বিজ্ঞপ্তি জারি করে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরির কথা জানাল। নতুন এই ‘স্কোয়াড’-এর নাম দেওয়া হয়েছে ‘শিষ্টাচার’।

Advertisement

দিল্লি বিধানসভা নির্বাচনে ইস্তেহারে বিজেপি মহিলাদের নিরাপত্তা বিষয় নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল। মহিলাদের নিরাপত্তা বৃদ্ধির জন্য ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’-এর প্রতিশ্রুতিও দিয়েছিল। ক্ষমতায় আসার পরই তা বাস্তাবায়িত করতে চলেছে রেখা গুপ্তের সরকার। দিল্লি পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পুরুষ এবং মহিলা অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে অন্তত ৩০টি এই ধরনের দল গঠন করবে দিল্লি পুলিশ।

দিল্লির ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’-এর মূল লক্ষ্যই মহিলাদের উপর হওয়া অত্যাচার নিমূল করা। যে সব এলাকা থেকে মহিলাদের উপর অত্যাচার, ইভটিজিং, যৌন হেনস্থা কিংবা ধর্ষণের মতো অভিযোগ বেশি আসে, সেই সব এলাকায় টহল দেবে পুলিশের এই বিশেষ দলের প্রতিনিধিরা। তাঁরা কেউই সব সময় পুলিশের পোশাকে থাকবেন না। শুধু তা-ই নয়, অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করবে এই বিশেষ দল। পাশাপাশি হয়রানি বা হেনস্থার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ করবে তারা।

Advertisement

দিল্লি পুলিশ আরও জানিয়েছে, দলে থাকা প্রত্যেককে বলা হয়েছে ব্যক্তিগত বা সাংস্কৃতিক নৈতিকতা কারও উপর চাপিয়ে না দিয়ে, আইন মেনে পদক্ষেপের উপর জোর দেওয়ার কথা। পাশাপাশি, ভুক্তভোগীরা যাতে অযথা বিব্রত না হন, তা নিশ্চিত করতেও বলা হয়েছে। প্রতিটি জেলায় কমপক্ষে দু’টি ‘স্কোয়াড’ গঠন করা হবে। এই দলগুলির তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার মহিলা অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement