(বাঁ দিকে) পূজা খেড়কর। পূজার মা মনোরমা খেড়কর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
শিক্ষানবিশ আমলা পূজা খেড়করের মায়ের আরও এক ‘কীর্তি’ প্রকাশ্যে এল। বিতর্কের মাঝেই পুরনো সেই ভিডিয়ো প্রকাশ্যে আসায় আরও বিপাকে খেড়কর পরিবার। সোমবার থেকেই ‘বেপাত্তা’ পূজার মা মনোরমা এবং বাবা দিলীপ খেড়কর। তাঁদের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল পুলিশ কিন্তু হদিস মেলেনি। তার মধ্যে এ বার পূজার মায়ের আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
দাবি করা হচ্ছে, ভিডিয়োটি ২০২২ সালের। পুণের ব্যানার রোডে পূজাদের বাংলোর কাছে মেট্রোর কাজ হচ্ছিল। শিবাজিনগর এবং হিঞ্জেওয়াড়ির মাঝে সেই কাজ চলছিল। পূজাদের বাংলোর পাশের ফুটপাথে নির্মাণের যন্ত্রপাতি রেখেছিলেন মেট্রোর কর্মীরা। সেই ঘটনায় ক্ষিপ্ত হন পূজার মা। কেন ফুটপাতে সরঞ্জাম রাখা হয়েছে, তা নিয়ে আপত্তি জানান। শুধু তা-ই নয়, মেট্রোকর্মীদের হুমকিও দেন বলে অভিযোগ।
সেখানে উপস্থিত ছিলেন মেট্রোর আধিকারিকেরাও। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। শেষমেশ পুলিশের দ্বারস্থ হন মেট্রোর আধিকারিকেরা। ঘটনাস্থলে পুলিশ আসতেই তাদের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মনোরমা। কন্যা পূজার একের পর এক বিতর্কিত ঘটনার মাঝে মনোরমার পুরনো ভিডিয়োগুলি পর পর প্রকাশ্যে আসছে। কয়েক দিন আগেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। অভিযোগ উঠেছিল, এক কৃষকের জমি দখলের চেষ্টা এবং তাঁকে বন্দুক উঁচিয়ে শাসানো হয়। সেই ভিডিয়ো পুলিশের হাতে পৌঁছয়। পূজার মায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। তার পর থেকেই ‘বেপাত্তা’ পূজার মা এবং বাবা দু’জনেই।
পূজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সংরক্ষণ নেওয়ার অভিযোগ উঠেছে। আর তা নিয়েই বিতর্ক চলছে। নিয়োগের আগে ২০২২ সালে এমসে প্রতিবন্ধকতার পরীক্ষার বন্দোবস্ত করা হলেও একাধিক বার পূজা তা এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। তা সত্ত্বেও তিনি কী ভাবে চাকরি পেলেন, উঠছে প্রশ্ন।