Annu Tandon

অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী করাই লক্ষ্য, সপা-য় যোগ দিয়ে বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ

কংগ্রেস ছাড়ার ৪ দিনের মাথায় অখিলেশের সমাজবাদী পার্টি (সপা)-তে যোগ দিলেন উন্নাও লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অনু টন্ডন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ২২:২২
Share:

অনু টন্ডন। ছবি: সংগৃহীত।

ফের অখিলেশ যাদবকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এবং একমাত্র সেই লক্ষ্যেই কাজ করবেন তিনি। কংগ্রেস ছাড়ার ৪ দিনের মাথায় অখিলেশের সমাজবাদী পার্টি (সপা)-তে যোগ দিয়ে সাফ জানালেন উন্নাও লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অনু টন্ডন।

Advertisement

সোমবার সপা প্রধান অখিলেশের উপস্থিতি আনুষ্ঠানিক ভাবে দলবদল করেন অনু। তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অখিলেশকে (উত্তরপ্রদেশের) পরবর্তী মুখ্যমন্ত্রী করাই একমাত্র লক্ষ্য।”

অনুকে নিজের দলে স্বাগত জানিয়ে অখিলেশের অভিযোগ, রাজ্যে বিভাজনের রাজনীতি করছে ক্ষমতাসীন বিজেপি। তবে ২০২২-এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের পতন নিশ্চিত বলে দাবি করেছেন অখিলেশ। তাঁর কথায়, “২০২২-এ সমস্ত অতিমারি (কোভিড-১৯ এবং বিজেপি) চলে যাবে।”

Advertisement

আরও পড়ুন: রাজনীতি ছেড়ে দিলেও বিজেপি-র সঙ্গে জোট নয়, দাবি বিএসপি নেত্রী মায়াবতীর

আরও পড়ুন: এলএসি-তে নিয়ন্ত্রণ রয়েছে আমাদের হাতে, ভারতে ঢোকেনি চিন সেনা: রাজনাথ

গত ২৯ অক্টোবর কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীকে নিজের ইস্তফাপত্র দেন অনু। এর পর পার্টি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। ইস্তফার আগেই কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি। দলে তাঁকে ক্রমাগত অবহেলা করা হচ্ছিল বলে অভিযোগ করে অনুর দাবি ছিল, উত্তরপ্রদেশে কংগ্রেস নেতাদের ভোটব্যাঙ্কে ভাঙন ধরলেও তার প্রতি কোনও দায় নেই। তাঁর নিজেদের ইমেজ তৈরি করতেই ব্যস্ত। সেই সঙ্গে প্রদেশ কংগ্রেসের কোনও নেতার সাহায্যও পাচ্ছিলেন না বলে দাবি করেছিলেন তিনি।

অনু ছাড়াও এ দিন সপা-য় যোগ দিয়েছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অঙ্কিত পরিহার। অনুর দাবি, তাঁরা ছাড়াও কংগ্রেসের দেড়শো নেতা সপা-য় যোগ দিয়েছেন। এ দিন অখিলেশকে তরুণ, প্রগতিশীল এবং দূরদর্শীসম্পন্ন বলে উল্লেখ করে অনু বলেন, “এক জন নেতা হওয়ার সমস্ত গুণ রয়েছে তাঁর (অখিলেশের) মধ্যে।” অন্য দিকে, প্রাক্তন সাংসদকে নিজের দলে পেয়ে অখিলেশের মন্তব্য, “বিজেপি-কে পরাস্ত করতে এবং সপা-র শক্তি বাড়াতে বহু নেতা-কর্মীরা দলে যোগ দিচ্ছেন।”

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-র পরাজয় হবে দাবি করে তিনি বলেন, “বিএসপি-র সঙ্গে যখন জোটে গিয়েছিলাম, সে সময় আমি বলতাম সাইকেলের (সপা-র দলীয় প্রতীক) দু’টি চাকা— একটি রামমনোহর লোহিয়ার আদর্শে চলে এবং অন্যটি বি আর অম্বেডকরের মতাদর্শে। যখন বিজেপি বলে সপা এবং বিএসপি-কে পরাজিত করতে চায়, তখন তার অর্থ কী (বুঝতেই পারছেন)।”

আগামী ৩ নভেম্বর উন্নাও জেলার বাঁঙ্গরমড়ু বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই কংগ্রেস থেকে সপা-য় যোগদান করলেন অনু। ফলে ওই কেন্দ্রে সপা এবং বিএসপি-র বিরুদ্ধে কংগ্রেসের যে জোর টক্কর হবে, তেমনটাই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement