‘ভাইব্র্যান্ট গুজরাতে’ নেই অনিল!

ওই সম্মেলনের জন্য আগামিকালই নিজের রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু আজ গুজরাত সরকারের তরফে প্রকাশিত শিল্পপতিদের তালিকায় অনিলের নাম নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০৪:৩৩
Share:

নরেন্দ্র মোদীর হাতে গড়া ‘ভাইব্র্যান্ট গুজরাত’ সম্মেলনে শিল্পপতিদের তালিকায় এখনও নেই অনিল অম্বানীর নাম।
ওই সম্মেলনের জন্য আগামিকালই নিজের রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু আজ গুজরাত সরকারের তরফে প্রকাশিত শিল্পপতিদের তালিকায় অনিলের নাম নেই। যে উনিশ জন সেরা শিল্পপতির নাম ঘোষণা করা হয়েছে, তাতে মুকেশ অম্বানী, গৌতম আদানি, কুমারমঙ্গলম বিড়লাদের নাম রয়েছে। তাঁরা এবং তালিকার বাকিরা এত বছর ধরে এই সম্মেলনে নিয়মিত থেকেছেন। প্রতিবার এই সম্মেলনে থেকেছেন অনিল অম্বানীও। নরেন্দ্র মোদীকে কখনও ‘মোহনদাস কর্মচন্দ গাঁধী’, কখনও ‘রাজার রাজা’, কখনও ‘অর্জুন’-এর সঙ্গে তুলনা করেছেন।
ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি রাফাল বিতর্কের পর অনিলের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন প্রধানমন্ত্রী? অনিলকে সাহায্য করার জন্যই রাষ্ট্রায়ত্ত হ্যাল-এর থেকে বরাত কেড়ে ত্রিশ হাজার কোটি টাকা ‘বন্ধু শিল্পপতি’র পকেটে তুলে দিয়েছেন মোদী, এমন অভিযোগই করেছেন কংগ্রেস সভাপতি। তবে রাফাল বিতর্ক শুরু হওয়ার পর পাল্টা জবাব দিতে অরুণ জেটলি, নির্মলা সীতারামনকে এগিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement