Mob attacked on Police

অবরোধ তুলতে গিয়ে তাড়া খেয়ে ফিরল পুলিশ, ভাঙচুর করা হল গাড়িতেও

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন মহিলা-সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৬
Share:

এক যুবকের মৃত্যু ঘিরে ধর্না তুলতে গিয়ে হামলার মুখে পুলিশ। ভাঙচুর করা হল গাড়ি। ছবি: সংগৃহীত।

একটি মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তাল বিহারের সীতামঢ়ী। তিন দিন আগে ভিট্টা গ্রামের এক যুবক মুকেশ সহানির অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। দুষ্কৃতীদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধ করেন।

Advertisement

গ্রামবাসীরা মূল রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। শুধু তাই-ই নয়, গ্রামে একটা উত্তেজনার পরিবেশও সৃষ্টি হয়। দীর্ঘ ক্ষণ অবরোধ করায় ঘটনাস্থলে যায় পুলিশ। অবরোধ তোলার চেষ্টা করতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা।

গ্রামবাসীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করতেই পুলিশের উপর আচমকাই লাঠি, রড নিয়ে হামলা চালায়। শুধু তাই-ই নয়, পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। গ্রামবাসীদের হামলার মুখে পড়ে পিছু হটা শুরু করে পুলিশের দলটি। একটা সময় দেখা যায়, গ্রাম ছেড়ে দৌড়ে পালাচ্ছেন পুলিশকর্মীরা। সামনে থাকা একটি পুলিশ ভ্যানের উপর চড়াও হন গ্রামবাসীরা। সেটি ভাঙচুর করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন মহিলা-সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement