Andaman Police

ইলনের সংস্থার সাহায্য চায় আন্দামান পুলিশ! মাদক পাচারকারী দলকে ধরতে প্রয়োজন স্টারলিঙ্কের তথ্য

গত সপ্তাহে নৌকা-সহ মায়ানমারের ছ’জন নাগরিককে পাকড়াও করা হয় আন্দামানে। উদ্ধার হয়েছে প্রচুর মাদক। পুলিশের সন্দেহ স্টারলিঙ্কের যন্ত্র ব্যবহার করেছেন ওই পাচারকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫
Share:

মাদক পাচারকারীদের বিষয়ে তথ্য সংগ্রহে ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’-এর সাহায্য চাইছে আন্দামান পুলিশ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মাদক পাচারকারীদের একটি দলকে ধরতে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সাহায্য চাইছে আন্দামান পুলিশ। ওই মাদক পাচারকারী দল ইলনের সংস্থার স্যাটেলাইট ইন্টারনেট যন্ত্র ব্যবহার করে সমুদ্রে চলাচল করে। সম্প্রতি ৩৫ হাজার ৯৮৮ কোটি টাকার মাদক নিয়ে তারা ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এর পরেই গত সপ্তাহে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি প্রত্যন্ত এলাকায় থেকে ছয় হাজার কেজি মাদক উদ্ধার করে পুলিশ। নৌকা-সহ মায়ানমারের ছ’জন নাগরিককে পাকড়াও করা হয়। ওই ঘটনার পরই পুলিশ জানতে পারে ইলনের সংস্থার যন্ত্র ব্যবহার করছেন মাদক পাচারকারীরা।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্সকে আন্দামান পুলিশের এক আধিকারিক হরগোবিন্দ এস ধালিওয়াল জানিয়েছেন, এই প্রথম বার এই ধরনের যন্ত্র ব্যবহারের বিষয়টি পুলিশের গোচরে এসেছে। স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট যন্ত্র ব্যবহার করে ভারতীয় জলসীমায় প্রবেশ করছে পাচারকারীরা। সে ক্ষেত্রে এই মাদক পাচারকারী দলের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা জানতে স্টারলিঙ্কের সাহায্য চাইছে পুলিশ।

কারা এই যন্ত্র কিনেছে, কোন সময়ে ওই যন্ত্র কেনা হয়েছে, ওই স্যাটেলাইট ইন্টারনেট যন্ত্র কী কী কাজে ব্যবহার করেছে সন্দেহভাজনেরা— এই সব বিষয়ে তথ্য সংগ্রহ করতে চাইছে আন্দামান পুলিশ। ওই পুলিশ আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, মায়ানমার থেকে যাত্রা শুরুর সময় থেকেই পাচারকারী সন্দেহে ধৃতেরা স্টারলিঙ্কের যন্ত্র ব্যবহার করছিলেন। বিষয়টি নিয়ে স্টারলিঙ্ক সংস্থার সঙ্গেও যোগাযোগ করে রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পায়নি সংবাদ সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement