অমৃতপালকে আশ্রয় দেওয়ার অভিযোগে আগে আরও এক মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। ফাইল চিত্র।
এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও অমৃতপাল সিংহকে ধরতে পারেনি পুলিশ। পঞ্জাবের খলিস্তানি নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও এক মহিলাকে গ্রেফতার করা হল। পটিয়ালায় ওই মহিলার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা ছিলেন অমৃতপাল এবং তাঁর সহযোগী পাপলপ্রীত সিংহ। রবিবার এই কথা জানিয়েছে পুলিশ।
গত ১৯ মার্চ পটিয়ালার হরগোবিন্দ নগর এলাকায় বরবীর কউর নামে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অমৃতপাল এবং তাঁর সহযোগী। সেখান থেকেই পরে হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় গা ঢাকা দেন অমৃতপাল।
এর আগে, অমৃতপাল এবং পাপলপ্রীতকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম বলজিৎ কউর। কুরুক্ষেত্রের শাহবাদে বলজিতের বাড়িতে অমৃতপাল গিয়েছিলেন বলে তিনি দাবি করেছেন। এমনটাই জানিয়েছিল পুলিশ।
অমৃতপালকে খলস্তানি-পাকিস্তানি এজেন্ট বলে দাবি করেছে পঞ্জাব সরকার। গত কয়েক বছর ধরেই পঞ্জাবে সক্রিয় ছিলেন তিনি। সশস্ত্র অনুগামীদের সঙ্গে প্রায়ই তাঁকে দেখা যেত। অমৃতপাল খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা এবং জার্নাল সিংহ ভিন্দ্রানওয়ালের অনুগামী বলে দাবি করা হয়। গত শনিবার থেকে অমৃতপালের খোঁজ শুরু করেছে পুলিশ। কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিতে খলিস্তানি নেতা নানা ছদ্মবেশ ধারণ করছেন বলে জানা গিয়েছে।